শোধনাগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে নানান কর্মসূচি জানালেন প্ল্যান হেড অতনু স্যান্যালহলদিয়া শোধনাগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শোধনাগার কর্তৃপক্ষ তাদের বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হি…
শোধনাগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে নানান কর্মসূচি জানালেন প্ল্যান হেড অতনু স্যান্যাল
হলদিয়া শোধনাগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শোধনাগার কর্তৃপক্ষ তাদের বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসেবে 'ইন্ডিয়ান অয়েল এক্সট্রা মাইল ম্যারাথন' এর আয়োজন করে। আজ এক সাংবাদিক সম্মেলনে এই ম্যারাথন সম্পর্কে জানিয়েছেন, সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল। তিনি জানান, ৪৪ কিলোমিটার, ২১ কিলোমিটার, ১১ কিলোমিটার এবং ৫ কিলোমিটার ম্যারাথন হবে । ২৯টি বিভাগে ১০০টির মতো পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কার মূল্য হল ৬ লক্ষ ৩০ হাজার টাকা। ঐদহবে ক্লাস্টার-১১ নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে সুভাষচন্দ্র বসুর একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হবে। এই ম্যারাথনে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যের বিভিন্ন স্থানের দৌড়বীররা অংশগ্রহণ করবেন।
No comments