দুষ্কৃতির তাণ্ডব? আতঙ্কে এলাকার মানুষচুরির আতঙ্কে হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বাসুদেবপুর গ্রামে মানুষ রয়েছে । হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামে গত কয়েক মাস আগে হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী র…
দুষ্কৃতির তাণ্ডব? আতঙ্কে এলাকার মানুষ
চুরির আতঙ্কে হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বাসুদেবপুর গ্রামে মানুষ রয়েছে । হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামে গত কয়েক মাস আগে হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ড পাঠ এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। যদিও দুর্গাচক থানার পুলিশ ডাকাত দলকে গ্রেফতার করেছে। তদন্ত করছেন দুর্গাচক থানার পুলিশ।
ওই এলাকা বিশিষ্ট সমাজসেবী স্বপন দাস (জহর) তিনি বলেন এলাকায় চুরি ছিনতাই প্রায় লেগেই রয়েছে ।ওই এলাকার মানুষ হয়েছে আতঙ্কে। সদ্য শেষ হয়েছে হলদিয়া ক্ষুদিরাম মেলা । মেলাচলা কালীন এলাকার যুবকরা এলাকায় পাহারা দিচ্ছিলেন। এলাকার যুবকরা কোথায় গিয়ে কোন শান্তি নেই। ওই এলাকার যুবকরা তারাপীঠ গিয়েছিল ৩ রা জানুয়ারি। আর সেই রাত্রি থেকে এলাকায় তান্ডব শুরু করেছে দুষ্কৃতীরা । ওই এলাকার সিসি ক্যামেরা সহ বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা ক্যামেরা নষ্ট করেছে। অন্য ক্যামেরাতে ধরা পড়েছে ওই এলাকায় যুবকরা তারাপীঠ থেকে ফেরার পথে তারা দেখতে পায় অন্য ক্যামেরাতে ওই এলাকার কয়েকজন দুষ্কৃতীরা ঘুরছে তাদের সিসি ক্যামেরা লক্ষ্য করে ক্যামেরা নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে।
সূত্রে জানা যায় ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপ্ন দাস (জহর) তারাপীঠ থেকে ফেরার পথে জানতে পারে সন্ধ্যা থেকেই এলাকায় দুষ্কৃতীরা ঘুরছে। যদিও পুলিশকে জানানো হয়েছে। ওই এলাকার বেশিরভাগ যুবক এখনও কিন্তু রাস্তায় তারাপীঠ থেকে বাড়ি ফিরছেন। তারা এলাকার মানুষের কাছে জানতে পেরে তড়িঘড়ি বাড়ি ফেরার চেষ্টা করছেন। ওই এলাকার মানুষের দাবি চুরি ছিনতাই বদমাশি প্রায় ঘটে থাকে পুলিশ নীরব থাকে। যদিও খবর দিয়েছে পুলিশকে। তারা জানান পুলিশ ওই এলাকায় পৌঁছেছেন বলেও জানিয়েছেন। আর সেজন্যই এলাকার যুবক কোথাও গিয়ে শান্তি পায় না। অবিলম্বে দুষ্কৃতী হামলা থেকে মুক্ত হোক এলাকার মানুষের দাবি। হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়ার পেটের ছুরি মারার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল । সূত্রে জানা যায়,প্রায় চার পাঁচ জন মহিলাকেছুরি আঘাত করে বলে সূত্রে জানা যায় যদিও হলদিয়া থানার পুলিশ নড়েচড়ে বসেছেন এবং তদন্তে নেমেছেন । যদিও এখনো পর্যন্ত কাহকে গ্রেফতার করতে পারেনি বলে সূত্রের খবর। তাহলে শিল্পাঞ্চল হলদিয়া যেখানে মিনি ইন্ডিয়া নামে পরিচিত সেই হলদিয়ার মানুষ রয়েছে আতঙ্কে এর সুরাহা কি হবে না। বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব প্রদীপ বিজলী বলেন পুলিশ কোন কাজ করে না রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে দাঁড়িয়ে থাকে গাড়ির কাছ থেকে টাকা নেওয়ার জন্য। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করতে চাইছে নড়েচড়ে বসুক পুলিশ প্রশাসন।
No comments