Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার মানুষ

কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার মানুষ
এদিন হলদিয়ার টাউনশিপ অ্যাঙ্করেজ ক্যাম্পে রামকৃষ্ণ সেবায়তন মন্দির এলাকায় কয়েকদিন ধরে চলছিল বিভিন্ন অনুষ্ঠান আজ বছরের প্রথম দিন ১ লা জানুয়ারি ২০২৫ কল্পতুরু  উৎসব। এদিন হলদিয়ার টাউনশিপ অ্যাঙ্করেজ…

 




কল্পতরু উৎসবে মাতলেন হলদিয়ার মানুষ


এদিন হলদিয়ার টাউনশিপ অ্যাঙ্করেজ ক্যাম্পে রামকৃষ্ণ সেবায়তন মন্দির এলাকায় কয়েকদিন ধরে চলছিল বিভিন্ন অনুষ্ঠান আজ বছরের প্রথম দিন ১ লা জানুয়ারি ২০২৫ কল্পতুরু  উৎসব। এদিন হলদিয়ার টাউনশিপ অ্যাঙ্করেজ ক্যাম্পে রামকৃষ্ণ সেবায়তন মন্দির ঘিরে কল্প তরু উৎসব উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান হয়। মন্দিরে পুজো, আরতি ও হোমযজ্ঞ হয়। শিল্পশহরের অ্যাঙ্করেজ ক্যাম্পের টাউনশিপ রামকৃষ্ণ সেবায়তন মন্দিরে। শহরের  বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। এই উপলক্ষে আলোচনা সভা ভক্তিমূলক গান এছাড়াও একমাস ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অংকন প্রতিযোগিতা এবং বিবেকানন্দের উপর বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল। তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  গরিব মানুষদের জন্য শীতের পোশাক তুলে দেওয়া হয়। ১৮৮৬ সালে ভগবান শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন কাশিপুর উদ্যান বাটিতে। সেই বিশেষ দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছর হলদিয়া অ্যাঙ্করেজ টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন মন্দিরে ১লা জানুয়ারি কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসব বৎসরের বাৎসরিক অনুষ্ঠান রুপে পালিত হয়। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/eP9wHrRkmHM



এই মন্দির কে ঘিরে সারা বৎসর চলে বিভিন্ন অনুষ্ঠান। আজকের এই কল্পতরু উৎসবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের সাধু, এসেছিলেন মায়ের উপর আলোচনার জন্য এসেছিলেন শ্রীময়ী কুসুম ভট্টাচার্য, স্বামীজীর উপর আলোচনা করতে এসেছিলেন শ্রী ব্রহ্মময় নন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন কলিকাতার বিশিষ্ট শিল্পী ভাগ্যব লাহিড়ী এবং তার সম্প্রদায় ভক্তিগীতি সংগীত পরিবেশন করেছে। মন্দির ঘিরে চলে সারা বছর ধরে বিভিন্ন  সেবামূলক কাজ। হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি চিকিৎসা জন্য ডাক্তার বাবুরা উপস্থিত থাকেন সাধারণ মানুষের চিকিৎসা করা হয়। জানালেন রামকৃষ্ণ সেবায়তন মন্দিরে সভাপতি ডঃ দুর্গা প্রসাদ মুখার্জি।

 ছাড়াও হলদিয়ার বিভিন্ন জায়গায়  কল্পতরু উৎসবে ভক্তদের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়।

No comments