এস বি এস টি সি হলদিয়া ডিপোতে অনুষ্ঠিত হলো সাংগঠনিক ও সম্বর্ধনা সভা
এস.বি.এস.টি.সি এমপ্লয়িজ এ্যাসুসিয়েশন ও এস. বি.এস.টি.সি কন্ট্রাকচুয়েল শ্রমিক ইউনিয়ন এর এর উদ্যোগে হলদিয়া ডিপোতে অনুষ্ঠিত হলো সাংগঠনিক ও সম্বর্ধনা সভা।উক্ত সভায় উপস…
এস বি এস টি সি হলদিয়া ডিপোতে অনুষ্ঠিত হলো সাংগঠনিক ও সম্বর্ধনা সভা
এস.বি.এস.টি.সি এমপ্লয়িজ এ্যাসুসিয়েশন ও এস. বি.এস.টি.সি কন্ট্রাকচুয়েল শ্রমিক ইউনিয়ন এর এর উদ্যোগে হলদিয়া ডিপোতে অনুষ্ঠিত হলো সাংগঠনিক ও সম্বর্ধনা সভা।উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যুগ্ম সম্পাদক প্রতাপ চন্দ্র বোস,পার্থ সারথি ঘণা,এস.বি.এস.টি.সি. এমপ্লয়িজ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দিলিপ রায়,এস.বি.এস.টি.সি কন্ট্রাকচুয়েল শ্রমিক ইউনিয়ন এর সম্পাদক উত্তম রায়,এস. বি.এস.টি.সি কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সুকুমার বৈদ্য, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সেখ আজগর আলী (পল্টু) তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি সেক রফিকুল হাসান,হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মালি,হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রধান উপদেষ্টা দিপালী দেবনাথ বাগ, অনুষ্ঠানে সঞ্চালনা করেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি অণ্যতম সদস্য তথা এস.বি.এস.টি.সি হলদিয়া ডিপোর আই.এন.টি.টি.ইউ.সি ইউনিটের নবনিযুক্ত সভাপতি অর্নব দেবনাথ,হলদিয়া ডিপোর ইউনিটের নবনির্যুক্ত সহ-সভাপতি আসফিয়া রহমান হাজারী, নবনিযুক্ত যুগ্ম সম্পাদক পূর্ণ চন্দ্র গায়েন ও অনুপ কুমার দাস,নবনিযুক্ত যুগ্ম সহ -সম্পাদক গৌতম কাজলি,আজাদ মল্লিক এছাড়াও উপস্থিত ছিলেন অনান্য সকল কমিটির সদস্য বৃন্দ ও সকল স্থায়ী ও অস্থায়ী শ্রমিকবৃন্দ।এছাড়াও অবসরপ্রাপ্ত শ্রমিকদেরকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/dp9vei5HmAk
বক্তাদের মুখ থেকেই উঠে এসেছে কন্টাকচুয়াল শ্রমিকদের বেতন পরিকাঠামো নিয়ে। এছাড়া হলদিয়া দীঘা বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে । হলদিয়া থেকে সকাল পাঁচটার সময় একটি বাস ছাড়তো সেটা আবার বারোটার সময় ঘুরে আসতো এবং বেলা দুটোর সময় আবার একটি বাস ছাড়তো সন্ধ্যা সাতটায় ঘুরে আসতো। বর্তমানে দুটি বাস এখন বন্ধ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই বাসগুলি যাতে দ্রুত চালানো যায় পরিবহন দপ্তর এবং উপনেত্রীত্বের সঙ্গে আলোচনা করে তিনি জানাবেন তবে সদ্য কন্ট্রাকচুয়াল নব নিযুক্ত কমিটি আজ এস বি এস টি সি হলদিয়া ডিপো আধিকারিকের নিকট তাদের দাবি পত্র পেশ করলেন।
No comments