মিড ডে মিল কর্মীদের সম্মেলন
মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি,বেতন বৃদ্ধি ও ১২ মাসের বেতন, ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্যের জন্য বরাদ্দবৃদ্ধি সহ ১৩ দফা দাবিতে AIUTUC অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পাঁশকুড়া ব্লক …
মিড ডে মিল কর্মীদের সম্মেলন
মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি,বেতন বৃদ্ধি ও ১২ মাসের বেতন, ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্যের জন্য বরাদ্দবৃদ্ধি সহ ১৩ দফা দাবিতে AIUTUC অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পাঁশকুড়া ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতাপপুর জুনিয়র বেসিক স্কুল(ইউনিট-২)এ। মিড ডে মিল কর্মীদের জীবন-যন্ত্রনা ও তার সমাধান নিয়ে আজকের সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা সম্পাদিকা অঞ্জলী মান্না। সম্মেলনে রেবতী মান্নাকে সভানেত্রী,রাখী বেরাকে সম্পাদিকা ও সূপর্না জানা মাইতি করে কোষাধ্যক্ষ করে ৩০ জনের শক্তিশালী ব্লক কমিটি গঠিত হয়।
No comments