Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনুমোদন ছাড়া সরকারি জায়গায় জবর দখল করে চলছে পাকার বাড়ি তৈরীর কাজ

কোন অনুমোদন ছাড়া সরকারি জায়গায় জবর দখল করে চলছে পাকার বাড়ি তৈরীর কাজ 
হলদিয়াতে হ্যাতিবেড়্যা মৌজায় হিট কলেজে সামনে সরকারি জায়গায়  সরকারি কোনো অনুমোদন ছাড়া বহিরাগত লোক দিনের আলোতে বানাচ্ছে পাকার বাড়ি।এরা কার অঙ্গুলি হিলনে চলছে এতো স…

 




কোন অনুমোদন ছাড়া সরকারি জায়গায় জবর দখল করে চলছে পাকার বাড়ি তৈরীর কাজ 


হলদিয়াতে হ্যাতিবেড়্যা মৌজায় হিট কলেজে সামনে সরকারি জায়গায়  সরকারি কোনো অনুমোদন ছাড়া বহিরাগত লোক দিনের আলোতে বানাচ্ছে পাকার বাড়ি।এরা কার অঙ্গুলি হিলনে চলছে এতো সাহস কোথা থেকে পায় এটা স্থানীয় লোকজনের প্রশ্ন।এই এরিয়াতে যত দোকান বসিয়েছে কেউ বা কারা টাকা নিয়ে লোক বসাচ্ছে এটা স্থানীয় লোকের দাবি।এই ভাবে বহিরাগত লোক জন বাইরে থেকে এসে অর্থের বিনিময়ে সরকারি জায়গায় দখল করে বসে বিভিন্ন রকম অপকর্মের সাথে যুক্ত হয়ে হলদিয়া বাসীর বদনাম হচ্ছে তার সাথে সাথে হলদিয়ার সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। স্থানীয় মানুষ জন সরকারের কাছে দাবি এই ভাবে যাহাতে সরকারি জায়গা কেউ না দখল করতে পারে তার জন্য সরকার  কড়া ব্যবস্থা নিক।

No comments