কিছু জেনে রাখা ভালো
১. ধৰ্ম কি ? ▫️:- ভগবানের দেওয়া আইন
২. ধর্মের উদ্দেশ্য কি ? ▫️:- পরম তত্ত্বকে জেনে তার প্রেমময়ী সেবায় যুক্ত হাওয়া
৩. কারা ভগবানের কৃপা উপলব্ধি করতে পারেন ?▫️:- রজ ও তম গুণী মানুষেরা
৪. মায়া থেকে কি ভাবে মুক্ত হাও…
কিছু জেনে রাখা ভালো
১. ধৰ্ম কি ?
▫️:- ভগবানের দেওয়া আইন
২. ধর্মের উদ্দেশ্য কি ?
▫️:- পরম তত্ত্বকে জেনে তার প্রেমময়ী সেবায় যুক্ত হাওয়া
৩. কারা ভগবানের কৃপা উপলব্ধি করতে পারেন ?
▫️:- রজ ও তম গুণী মানুষেরা
৪. মায়া থেকে কি ভাবে মুক্ত হাওয়া যায় ?
▫️:- ভগবানের চরণে আত্মসমপর্ণ করে
৫. পরম তত্ত্বকে জানার উপায় কি ?
▫️:- বিশ্বাস যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণ করতে হবে
৬. ভগবানের অবতার কয় প্রকার ?
▫️:- ৬ প্রকার
৭. সুকদেব গোস্বামী কত দিন মাতৃ গর্ভে ছিলেন ?
▫️:- ১৬ বছর
৮. সমস্ত জীবের পরম ধৰ্ম কি ?
▫️:- শ্রীকৃষ্ণের প্রতি অহৈতুকী এবং অপ্রতিহত ভক্তি
৯. জড় বিষয়ের দ্বারা নানা রকম সুখ কষ্ট ভোগ করা সত্ত্বেও যে জড় বাদী সেখান থেকে বেরিয়ে আস্তে চাইনা তাকে কি বলে ?
▫️:- কর্মী
১০. মুক্তি কয় প্রকার ?
▫️:- ৫ প্রকার
১১. জীবের পরম মঙ্গল সাধিত হয় কিসে ?
:- যে অনুষ্ঠানের মাধ্যমে কৃষ্ণের প্রতি অহৈতুকি, অপ্রতিহতা ভক্তি জাগ্রত হয় এবং আত্মা প্রসন্নতা লাভ করে
১২. ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় আমরা কখন যুক্ত হতে পারি ?
▫️:- ভগবানের কথায়, শ্রবনে রুচির মাধ্যমে
১৩. শ্রী ধামের মাহাত্ম্য কে কি ভাবে উপলব্ধি করব ?
▫️ :- শুদ্ধ ভক্তের নিকট শ্রী ধামের মাহাত্ম্য শ্রবণ করার মাধমে
১৪. জীবনের উদ্দেশ্য কি ?
▫️:- পরম তত্ত্ব সমন্ধে অনুসন্ধান করা
১৫. ভাগবন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উপায় কি ?
▫️:- ভগবানের নাম কীর্তনের মাধ্যমে
১৬. হরি কথায় রুচি আসবে কি ভাবে ?
▫️:- ভক্তদের সেবার মাধ্যমে
১৭. শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তি সুদৃঢ় রূপে কি ভাবে প্রতিষ্ঠিত হবে ? ▫️:- নিয়মিত ভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ ও শুদ্ধ ভক্তের সেবা করতে হবে
১৮. বর্ণাশ্রম ধর্মের চরম ফল কি ?
▫️:- সমাজে সম্মিলিত ভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করা
১৯. ভাগবদ্ধামে প্রবেশে সর্ব প্রথম যোগ্যতা কি ?
▫️:- ভগবানের কথা শ্রবনে ঐকান্তিক আগ্রহ
২০. মহাপ্রলয়ের পর বদ্ধ জীব কোথায় অবস্থান করে ?
▫️:- মহাতত্ত্বের মধ্যে
২১. সমস্ত ব্রহ্মান্ডের উৎপত্তি কোন বিষ্ণু থেকে ?
▫️:- কারনোদকশায়ী বিষ্ণু
২২. ব্রহ্মার জন্ম হয় কোন বিষ্ণু থেকে ?
▫️:- গর্ভদকশায়ী বিষ্ণু
২৩. প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে কোন বিষ্ণু অবস্থান করে ?
▫️:- ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে
২৪. প্রথম চতুর্ব্যুহ কথা থেকে সৃষ্টি ?
▫️:- বলরাম
২৫. ব্রহ্মার একদিন সমান কত সৌরবৎসর ?
▫️:- ৪৩২ কোটি
২৬. কারনোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এরা দ্বিতীয়া চতুর্ব্যুহের কার থেকে প্রকাশিত ?
▫️:- সংকর্ষন
২৭. বর্তমানে কত তম কোন মনুর রাজত্ত্ব চলছে ?
▫️:- সপ্তম মনু বৈবস্বত
২৮. এই ব্রহ্মান্ডের সমস্ত অবতার কোন বিষ্ণু থেকে প্রকাশিত ?
:- ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে
২৯. ভগবান মৎস রূপে অবতরণ করে কোন মনুকে রক্ষা করেছিলেন ? ▫️:- বৈবস্বত মনু
৩০. ব্রহ্মার একদিনে কতজন মনু রাজত্ত্ব করেন ?
▫️:- ১৪ জন
৩১. এক এক জন মনু কতদিন রাজত্ত্ব করেন ?
▫️:- ৭১ টি
৩২. কারা ভগবানের নাম, রুপ এবং কার্যকলাপ সম্বন্ধে অবগত হাতে পারে ?
▫️:- শুদ্ধ ভক্ত
৩৩. যে সমস্ত জীব ভগবানের শক্তি দ্বারা আবিষ্ট হয় তাদের কি বলে ?
▫️:- আবেশ অবতার
৩৪. যে শুদ্ধ ভক্তরা ভগবানের প্রতি অনন্য ভক্তির বিনিময়ে কোনো রকম ব্যক্তিগত লাভের আকাঙ্খা না করে ভগবানের সেবা করেন সেই সেবা কে কি বলে ?
▫️:- অনুকূল সেবা
৩৫. শ্রীকৃষ্ণ অন্তর্ধান হওয়ারপর ধৰ্ম কোথায় অবস্থান করেছিল ?
▫️:- শ্রীমদ্ভাগবতে
৩৬. রজো ও তম গুন অপেক্ষা সত্ত্বগুণ শ্রেষ্ঠ কেন ?
▫️:- কারণ সত্ত্বগুণের মানুষ পরম সত্যকে উপলব্ধি করতে পারে
৩৭. পরিক্ষিত মহারাজের আরেক নাম কি ?
▫️:- বিষ্ণুরাত
৩৮. ব্যাসদেবের আরেক নাম দৈপায়ান কেন ?
▫️ :- ব্যাসদেবের দ্বীপে জন্ম হয়েছিল বলে
৩৯. স্নানরতা অবস্থায় সুন্দরী যুবতীরা ব্যাসদেবের যুবক পুত্ৰকে দেখে লজ্জা অনুভব করেনি কেন ?
▫️:- কারণ ব্যাসদেবের পুত্রের পবিত্র দৃষ্টিতে নারী পুরুষের কোনো ভেদ ছিলোনা
৪০. স্নানরতা অবস্থায় সুন্দরী যুবতীরা অনগ্র বাসদেবকে লজ্জা বসত তাদের বস্ত্র পরিধান করেছিলেন কেন ?
▫️:- কারণ ব্যাসদেবের দৃষ্টিতে নারী পুরুষের ভেদ ছিল
৪১. শিষ্য শব্দের অর্থ কি ?
▫️:- যিনি শাসন গ্রহণ করেন
৪২. পরিক্ষিত মহারাজ কার দ্বারা অভিশপ্ত হয়েছিলেন ?
▫️:- শৃঙ্গি মুনি
৪৩. ব্যাসদেবের পিতা মাতা কে ছিল ?
▫️ পরাশর মুনি ও সত্যবতী
৪৪. জৈমিনি ঋষি কোন বেদের অধ্যাপক ছিলেন ?
▫️:- সাম বেদ
৪৫. ব্যাসদেব মহর্ষি হয়েও তার দৃষ্টিতে নারী পুরুষের মধ্যে ভেদ কেন ছিল ?
▫️:- কারন তিনি ছিলেন গৃহস্ত
৪৬. সূত গোস্বামীর পিতা কে ছিলেন ?
▫️:- রোমহর্ষণ ঋষি
৪৭. সর্ব প্রথম কি বেদ ছিল ?
▫️:- যযুর বেদ
৪৮. শুকদেব গোস্বামী কেন গৃহ ত্যাগ করলেন ?
▫️:- শুকদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ তিনি সর্বদাই সচেতন থাকতেন যেন মায়ার দ্বারা প্রভাবিত না হয়
৪৯. পরিক্ষিত মহারাজের পিতা কে ছিলেন ?
▫️:- অভিমন্যু
৫০. ব্যাসদেব এত বৈদিক সাহিত্য রচনা করেও সন্তুষ্ট হতে পারেনি কেন ?
▫️:- তিনি বৈদিক সাহিত্যে শুদ্ধ ভাগবদ্ভক্তির বর্ণনা করেনি
No comments