ঝরাপাতা-
ঝরাপাতা ঝরে যায় প্রকৃতির নিয়মে, পাতা ছাড়া গাছ হলে ছবিটা কি জমে? ঝরাপাতা ঝরে যায়, বয়সও তো কমে যায়। গাছ আর মানুষের তফাতটা থাকে কি বজায়? ঝরাপাতা ঝরে গেলে আবার তা গজায়।মানুষের বয়সটা কক্ষনো গজায় না আর, গাছের সঙ্গে এখানেই মানু…
ঝরাপাতা-
ঝরাপাতা ঝরে যায়
প্রকৃতির নিয়মে,
পাতা ছাড়া গাছ হলে
ছবিটা কি জমে?
ঝরাপাতা ঝরে যায়,
বয়সও তো কমে যায়।
গাছ আর মানুষের তফাতটা
থাকে কি বজায়?
ঝরাপাতা ঝরে গেলে
আবার তা গজায়।
মানুষের বয়সটা কক্ষনো
গজায় না আর,
গাছের সঙ্গে এখানেই
মানুষের ঘটে হার।
ঝরাপাতা ঝরে যায়,
মানুষও তো মরে যায়।
ঝরে গেলে পাতাগুলো
গাছ আর হাসে না,
মরে গেলে মানুষ তো
ফিরে আর আসে না।
No comments