Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পল্লিশ্রী সংঘের উদ্যোগে ১৮ জনের চোখে ছানি অপারেশন

পল্লিশ্রী  সংঘের উদ্যোগে ১৮ জনের চোখে ছানি অপারেশন
কাঁথি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংঘের  পরিচালনায় রাস উৎসব উপলক্ষে ২৩ শে নভেম্বর চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরে কন্টাই লায়ন্স ক্লাব সিটি ও পল্লী…

 



পল্লিশ্রী  সংঘের উদ্যোগে ১৮ জনের চোখে ছানি অপারেশন


কাঁথি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংঘের  পরিচালনায় রাস উৎসব উপলক্ষে ২৩ শে নভেম্বর চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করে। 

এই শিবিরে কন্টাই লায়ন্স ক্লাব সিটি ও পল্লীশ্রী সঙ্গের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্প থেকে ১৮ জনকে বিনা পয়সায় যাতায়াত ও চোখের ছানি কাটানো হয় চন্ডিপুরে। গত পরশুদিন চোখের ছানি কাটানোর জন্য চন্ডিপুরে গেলে গতকাল চোখের অপারেশন হওয়ার পর আজ বাড়ি ফিরে। ১৮ জনের চোখের ছানি অপারেশনের পর বাড়ি ফিরে সবাই খুশি।

ক্লাবের কর্মকর্তা ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা জানান আগামী দিনে  বিভিন্নভাবে মানুষের পাশে থাকবেন।

পল্লীশ্রী সংঘের  ক্রীড়া সম্পাদক অতনু জানা জানান তাদের ক্লাবের এই প্রথমবার এই উদ্যোগ নিয়েছে, আগামী দিনে আরো মহৎ কাজের সঙ্গে সঙ্গে থাকবেন। 

কন্টাই লায়ন্স ক্লাব অফ সিটি এর পক্ষ থেকে এই মহৎ কাজের জন্য কাউন্সিলর সন্দীপ জানাকে ধন্যবাদ জানান।

পল্লীশ্রী সংঘের  সাংস্কৃতিক সম্পাদক বিবেকানন্দ গিরি জানান ,এই মহৎ কাজের জন্য গর্বিত এবং এই কাজের জন্য কাউন্সিলর সন্দীপ জানাকে ধন্যবাদ জানায়।

No comments