ক্ষুদিরাম মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়। শিল্পশহর হলদিয়া বাসুদেবপুর গ্রামে অবস্থিত এইচএফসি মাঠে শুরু হয়েছিল ৩ রা ডিসেম্বর থেকে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে ক্ষুদিরাম মেলা। প্রয়াত স্বপনস্করে হাত ধ…
ক্ষুদিরাম মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়। শিল্পশহর হলদিয়া বাসুদেবপুর গ্রামে অবস্থিত এইচএফসি মাঠে শুরু হয়েছিল ৩ রা ডিসেম্বর থেকে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে ক্ষুদিরাম মেলা। প্রয়াত স্বপনস্করে হাত ধরেই এই মেলা শুরু হয়েছিল দেখতে দেখতে প্রায় ৩২ টা বছর অতিক্রান্ত করলো এই মেলা। বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ সাত্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং প্রয়াত স্বপন নস্করের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেলা শুরু হয়েছিল। ১৫ দিন ধরে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । আজ ১৭ ই ডিসেম্বর হলদিয়া ক্ষুদিরাম মেলা শেষ দিনে মেলা জনসমুদ্র । কেনাকাটা ছিল চোখে দেখার মত। মেলা শেষদিনের অনুষ্ঠানের বিভিন্ন শিল্পীর সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল শিল্পীদের মেলা কমিটির তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আগামী বছর ৩৩ তম বর্ষে বিশেষ আকর্ষণ থাকছে মেলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন মেলা কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার প্রামাণিক এবং কোষাধ্যক্ষ সুদীপ নস্কর।
No comments