হলদিয়ার জনপ্রিয় মেলা ক্ষুদিরাম মেলা-২৪ উদ্বোধনে জেলা সভাধিপতি উত্তম বারিক
হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে সতীশ সামন্ত স্মৃতি মঞ্চে আয়োজিত " ক্ষুদিরাম মেলা ২০২৪"- এর শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর…
হলদিয়ার জনপ্রিয় মেলা ক্ষুদিরাম মেলা-২৪ উদ্বোধনে জেলা সভাধিপতি উত্তম বারিক
হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে সতীশ সামন্ত স্মৃতি মঞ্চে আয়োজিত " ক্ষুদিরাম মেলা ২০২৪"- এর শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক,এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক জ্যোর্তিনময় কর,হলদিয়া উন্নয়ন পর্ষদের যুগ্ম ভাইস চেয়ারম্যান সেক সুফিয়ান ও সাধন চন্দ্র জানা, হলদিয়া পৌরসভার দুই প্রাঃ চেয়ারম্যান সুধাংশু মন্ডল ও দেবপ্রসাদ মন্ডল,সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র,পূর্ব মেদিনীপুর জেলা শ্রেষ্টবল এসোসিয়েশন এর সভাপতি অর্নব দেবনাথ,এছাড়াও উপস্থিত ছিলেন অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।পুরো অনুষ্ঠান টি পরিচালনা করেন ক্ষুদিরাম মেলা কমিটির সম্পাদক অমিত প্রামানিক।উদ্বোধক উত্তম বারিক সহ সমস্ত অতিথিবর্গরা এই মহতী অনুষ্ঠানের শেষে এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন যা সকলের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সঞ্চার করে।
No comments