Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষ শেষ বর্ষবরণ অনুষ্ঠান সারা হলদিয়া শিল্পাঞ্চলে সেজে উঠেছে

বর্ষ শেষ বর্ষবরণ অনুষ্ঠান সারা হলদিয়া শিল্পাঞ্চলে সেজে উঠেছেঅম্বুজা নিউটিয়া মল নতুন বছরকে স্বাগত জানাতে আলোর রোশনায় আলোকিত হয়েছে। মনের ভিতরে বিভিন্ন কোম্পানির স্টল গুলি সেজে উঠেছে। হলদিয়া পৌরসভা উদ্যোগে গত কয়েক বছর আগে অনুষ…

 



বর্ষ শেষ বর্ষবরণ অনুষ্ঠান সারা হলদিয়া শিল্পাঞ্চলে সেজে উঠেছে

অম্বুজা নিউটিয়া মল নতুন বছরকে স্বাগত জানাতে আলোর রোশনায় আলোকিত হয়েছে। মনের ভিতরে বিভিন্ন কোম্পানির স্টল গুলি সেজে উঠেছে। হলদিয়া পৌরসভা উদ্যোগে গত কয়েক বছর আগে অনুষ্ঠিত হতো ক্রিসমাস কার্নিভাল কিন্তু বর্তমানে পৌর প্রশাসক হওয়ার জন্য সেই কার্নিভাল এখন বন্ধ। অম্বুজা সিটি সেন্টার মলের প্রত্যেক বৎসরের মতো এবছর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আলোয় আলোকিত করা হয়েছে। আলোর রোশনায় ভরে উঠেছে শিল্প শহরের বিভিন্ন দামি হোটেলগুলি। বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ষ বিদায় এবং বর্ষ বরণ অনুষ্ঠান চলছে সাড়ম্বরে। হলদিয়া দুর্গাচক টাউন অ্যাথলেটিস ক্লাব বর্ষবরণে  ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। সাথে সাথে এবারে দেহ দান প্রকল্প কাজ করবেন দুর্গাচক টাউন অ্যাথলেটিক্স ক্লাব। দুর্গাচক লাভার স্টার ক্লাব তাদের সকল সদস্যরা একত্রিত হয়ে আজ বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। ব্রজলালচক হাই রোড, চৈতন্যপুর, দুর্গাচক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বর্ষবরণ অনুষ্ঠানে যাতে কোন নাশকতার না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় চলছে টহলদারি।

No comments