Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কথা দিয়েছিলেন কথা রাখলেন নিউ দাদীমা মোবাইল

কথা দিয়েছিলেন কথা রাখলেন নিউ দাদীমা মোবাইল
বাড়িতে পড়ে থাকা পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়া এবং নতুন মোবাইল কিনলে উপহার এবং লাকি ড্র দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া ব্রজলাল চক বাজারে দাদীমা ও নিউ দাদীমা মোবাইল সেন…

 



কথা দিয়েছিলেন কথা রাখলেন নিউ দাদীমা মোবাইল


বাড়িতে পড়ে থাকা পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়া এবং নতুন মোবাইল কিনলে উপহার এবং লাকি ড্র দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া ব্রজলাল চক বাজারে দাদীমা ও নিউ দাদীমা মোবাইল সেন্টার কর্ণধার সাহাদৎ মল্লিক। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/mBJ3hwrNG3I

পুজো থেকে শুরু হয়েছিল মোবাইল কিনার উপর বিশেষ ধামাকা আজ ১ লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। কথা মতই লাকি ড্র প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা ছিল প্রায় কুড়িটি পুরস্কার যেমন স্কুটি গাড়ি বাইসাইকেল ৪০ ইঞ্চি এলইডি টিভি গেন্ডার মেসিন টলিব্যাগ ইলেকট্রিক ইস্ত্রিরি, ডিনার সেট প্রায় কুড়িটি প্রাইজ লাকি ড্র খেলা শুরু হয়।

লাকি ড্র প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মোসলেম আলী, গ্রাম পঞ্চায়েতের সদস্য মিহির দাস চকদ্বীপা হাই স্কুলের সহশিক্ষক অসীম কুমার মাইতি নেতাজি বাজার কমিটির সম্পাদক বিশিষ্ট শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। 

নিউ দাদীমা মোবাইলসের অন্যতম কর্ণধার শাহাদাত মল্লিক জানালেন এবছর যেভাবেই তারা পুরস্কারের ডালি নিয়ে সমস্ত মোবাইল ক্রেতা মানুষদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। আগামী বৎসর এই ধরনের মোবাইলের উপর বিশেষ পুরস্কারের ধামাকা থাকছে সমস্ত ক্রেতা সাধারণের কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করলেন এবং নিউ দাদীমা  এবং দাদীমা মোবাইলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য সকলকে আহবান করলেন।

No comments