আজ হলদিয়া পৌরসভার অন্তর্গত শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। সামাজিক দায়বদ্ধতা কে মান্যতা দিয়ে অফিসে সংলগ্ন এলাকায় প্রতিবন্ধী ও অফিসের কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করেন। সংস্থান…
আজ হলদিয়া পৌরসভার অন্তর্গত
শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। সামাজিক দায়বদ্ধতা কে মান্যতা দিয়ে অফিসে সংলগ্ন এলাকায় প্রতিবন্ধী ও অফিসের কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করেন। সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায় বলেন প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতার জন্য তারা দায়ী নয়। তাদের প্রতি দয়া নয়। বরং তাদের প্রতি কর্তব্য করা প্রত্যেক মানুষের দায়িত্ব হওয়া উচিত। সীমিত ক্ষমতার মধ্যে জন শিক্ষন সংস্থান হলদিয়ার পক্ষ থেকে স্থানীয় কিছু প্রতিবন্ধী মানুষ কে শীত বস্ত্র প্রদান করা হয়। দীর্ঘ দিনের প্রতিবন্ধী মাননীয় শেখ জয়নাল, শেখ মতিবুল, শেখ সুবাইমাম,হূমাইরা খাতুন,মুসকান খাতুন, শেখ মুস্তাফা,হামিদা বিবি সহ আরো উপস্থিত প্রতিবন্ধীরা খুব আনন্দের সঙ্গে শীতবস্ত্রগুলো গ্রহণ করেন। অফিসের সমস্ত কর্মচারীদের উপস্থিতি ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিনটি সফলতা লাভ করে।
No comments