রাত কাটলে শুরু হচ্ছে হলদিয়াতে ক্ষুদিরাম মেলা! নজর কাড়া আকর্ষণ কুইন অফ বেঙ্গল প্রতিযোগিতা,মেলা মানে সাধারণ মানুষের আবেগ , অনুভূতি সবকিছু নিয়েই বছরের শেষে ক্ষুদিরাম জন্মজয়ন্তীতে স্বর্গীয় স্বপন নস্করের প্রতিষ্ঠিত হলদিয়ার বিখ্য…
রাত কাটলে শুরু হচ্ছে হলদিয়াতে ক্ষুদিরাম মেলা!
নজর কাড়া আকর্ষণ কুইন অফ বেঙ্গল প্রতিযোগিতা,
মেলা মানে সাধারণ মানুষের আবেগ , অনুভূতি সবকিছু নিয়েই বছরের শেষে ক্ষুদিরাম জন্মজয়ন্তীতে স্বর্গীয় স্বপন নস্করের প্রতিষ্ঠিত হলদিয়ার বিখ্যাত ক্ষুদিরাম মেলা অনুষ্ঠিত হতে চলেছে। একটি বছর প্রহরগুনার পর বছরের শেষ মুহূর্তে শুরু হচ্ছে আগামীকাল ৩ রা ডিসেম্বর থেকে ক্ষুদিরাম মেলা। শিল্প শহর হলদিয়াতে ক্ষুদিরাম মেলা, দেখতে দেখতে প্রায় ৩২ তম বর্ষের পদার্পণ করবে, সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ৩রা ডিসেম্বর অর্থাৎ আগামীকাল ক্ষুদিরাম বসুর জন্মদিন থেকে শুরু হবে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Qw34ONY7ZN0
আগামীকাল থেকে শুরু হবে ক্ষুদিরাম মেলা ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা । মেলার সামাজিক দায়বদ্ধতা হিসেবে কমিটির সদস্যরা রেখেছেন, বিনা ব্যয়ে ১৫ দিন যাবৎ চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির,বিনা খরচে রক্তের গ্রুপ নির্নয় পরীক্ষা, দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে মশারি বিতরণ, গরিব দুস্থ ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ও মৃত্যু দিবস পালন, সতীশ চন্দ্র সামন্ত সুশীল চন্দ্র ধাড়া ও কুমার চন্দ্র জানা মহাশয়ের জন্ম দিবস পালন, এবং মেলার প্রাণপুরুষ প্রয়াত স্বপন নস্কর মহাশয়ের মৃত্যুদিবসে স্মরন ও শোক সভা। এছাড়াও মেলার বিশেষ আকর্ষণ থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাহিত্য বিজ্ঞান ও বই মেলা এছাড়াও মনোগ্য সংস্কৃতি অনুষ্ঠান। তাছাড়াও বলিউডের বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান । এই মেলা দেখতে ভিড় জমায় শুধু হলদিয়ার মানুষ নয় পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলার মানুষেরা এই মেলা উপভোগ করে হলদিয়ার মধ্যে এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে এক অন্যতম মেলা হিসেবে পরিচিত এই ক্ষুদিরাম মেলা। এই মেলা প্রয়াত স্বপন নস্করের হাত ধরে দীর্ঘ ৩১ বছর চলে আসছিল কিন্তু গত বছর মেলা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। এই মেলা হবে কিনা, এবং এই মেলা পরিচালন করবে কে সে নিয়েও দ্বিধাদ্বন্দ্ব ও শোরগোল পড়ে গিয়েছিল হলদিয়ার সাধারন মানুষের মধ্যে। গত ১০ ই নভেম্বর রবিবার ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটির সভ্যগন ও কমিটির সদস্য এবং এই মেলার সঙ্গে যুক্ত সকল শুভানুধ্যায়ীদের নিয়ে এই মেলার সাধারণ প্রস্তুতি সভা ও পুর্নাঙ্গ মেলা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছিল। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এছাড়াও সকল সদস্য/সদস্যা নির্বাচিত হয়। মেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে প্রয়াত স্বপন নস্করের স্ত্রী মায়া নস্কর, এবারের মেলায় যুগ্ম সম্পাদক হয়েছেন প্রয়াত স্বপন নস্করের সহযোদ্ধা অমিত প্রামানিক ও স্বপন দাস (জহর) ,এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মেলার প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক সুদীপ নস্কর । শিল্প, শিক্ষা, সংস্কৃতির শহর হলদিয়াতে আবারো এই মেলা হচ্ছে শুনে আবারও উৎসবের সাড়া পড়েছে শহর হলদিয়াতে। মানুষ শুধু প্রহর গুনছে আবারো হলদিয়ার মানুষ একত্রিত হবে আগামীকাল থেকে এবং এই ক্ষুদিরাম মেলায় মানুষের ভিড় লক্ষ্য করা যাবে। মানুষের আবেগ এবং অনুভূতি বছরের শেষে লক্ষ্য করা যাবে এই মেলাতে প্রতিবছরের ন্যায় এ বছরো। পেয়েছে হলদিয়া ক্ষুদিরাম মেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা হস্তশিল্প মেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মেলা কমিটি যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক, স্বপন দাস (জহর) এবং মেলা কমিটির কোষাধ্যক্ষ সুদীপ নস্কর।
No comments