পুকুর ভরাট রুখতে তমলুক শহরে পোস্টার লাগাতে পথে নামল চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়
দীর্ঘ কয়েক বছর ধরে তাম্রলিপ্ত পৌরসভার তমলুক শহরে বিভিন্ন পুকুর ভরাট করার অভিযোগ আসছিল। দিনের পর দিন নোংরা ফেলে ফেলে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থ…
পুকুর ভরাট রুখতে তমলুক শহরে পোস্টার লাগাতে পথে নামল চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়
দীর্ঘ কয়েক বছর ধরে তাম্রলিপ্ত পৌরসভার তমলুক শহরে বিভিন্ন পুকুর ভরাট করার অভিযোগ আসছিল। দিনের পর দিন নোংরা ফেলে ফেলে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকার পরে মাটি ফেলে ভরাট করে তা বিক্রি করে দেওয়া হতো। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী পুকুর ভরাট রুখতে তৎপর হয়, জেলাশাসকের নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় শুক্রবার সকালে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় বিভিন্ন অপরিষ্কার অপরিচ্ছন্ন পুকুরের পাশে পোস্টার লাগিয়ে দেয়। যাতে লেখা রয়েছে "পুকুর ভরানো বেআইনি, পুকুর ভোরানো বার্ষিক ভোরানো ও কোনরূপ নির্মাণ করিলে পৌর কর্তৃপক্ষ নির্মাণ ভাঙ্গিয়া ক্ষতিপূরণ আদায় করিবে"। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ছাড়াও উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান লীনা মাভৈঃ রায় সহ পৌর প্রতিনিধিরা। তাম্রলিপ্ত পৌরসভার স্থায়ী বাসিন্দারা চায় পুকুর থাকুক। ছোট ছোট ছেলে মেয়েদের যেমন সাঁতার কাটতে সুবিধা হবে তেমনি বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় জল না জমে, ওই পুকুরে চলে যাবে। এখন দেখার বিষয় এই পোস্টার লাগিয়ে পৌরসভার পুকুর ভরাট বন্ধ রাখা যায় কিনা।
No comments