Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরার ৬০ জন চিনে বাদাম চাষীদের প্রশিক্ষণ দিলো ICAR

মেদিনীপুর শহরে বিনামূল্যে এগরার ৬০ জন চিনে বাদাম চাষীদের প্রশিক্ষণ দিলো ICAR
 বিনামূল্যে চিনে বাদাম চাষীদের প্রশিক্ষনের ব্যবস্থা করলো ICAR. কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থা দেশ জুড়ে চিনে বাদাম চাষের গভেষনা করে থাকে। পাশাপাশি আধুন…

 





মেদিনীপুর শহরে বিনামূল্যে এগরার ৬০ জন চিনে বাদাম চাষীদের প্রশিক্ষণ দিলো ICAR


 বিনামূল্যে চিনে বাদাম চাষীদের প্রশিক্ষনের ব্যবস্থা করলো ICAR. কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থা দেশ জুড়ে চিনে বাদাম চাষের গভেষনা করে থাকে। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে বাদাম চাষের প্রশিক্ষন দেওয়া হয়।  মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের চীনাবাদাম গভেষনা অধিদপ্তর আঞ্চলিক গভেষনা কেন্দ্রে এগরা ২ ব্লকের ৬০ জন কৃষককে নিয়ে আলোয় ফেরা ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি চিনেবাদাম চাষের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে প্রশিক্ষণ দেন। চাষীদের উন্নত প্রযুক্তির চাষের নমুনা দেখানো হয়। অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষন দেওয়া হয়। পাশাপাশি চাষীদের বিনামূল্যে চিনে বাদামের বিজ বন্টন করা হয়। উপস্থিত ছিলেন চিনে বাদাম গভেষনা কেন্দ্রের ইয়ং প্রফেশনাল সৌরভ সাঁই, অর্ণব মান্না ও আলোয় ফেরা ফার্মার প্রোডিউসার কোম্পানির চেয়ারম্যান কৃষ্ণপদ বেজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

No comments