শ্যামা পূজা ২০২৪ মাতৃ অর্চনায় উত্তর দুর্গাচক যুব সম্প্রদায়
(৩৩ তম বর্ষে) বস্ত্র বিতরন এর মধ্যে দিয়ে পূজার শুভ সূচনায় উপস্থিত ছিলেন অভিনেত্রী চুমকি চৌধুরী, হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ, হলদিয়া গ্ল…
শ্যামা পূজা ২০২৪ মাতৃ অর্চনায় উত্তর দুর্গাচক যুব সম্প্রদায়
(৩৩ তম বর্ষে) বস্ত্র বিতরন এর মধ্যে দিয়ে পূজার শুভ সূচনায় উপস্থিত ছিলেন অভিনেত্রী চুমকি চৌধুরী, হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ, হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট ভাইস চেয়ারম্যান পর্ষিতা পণ্ডা শেঠ, দেবপ্রসাদ মন্ডল, সেক মুজিব খান, স্বপন মন্ডল, রিতা মিদ্যা দাস, দূর্গাচক থানার ভারপ্রাপ্ত অফিসার, শ্যামল মজুমতার, সেক মোজাফর, অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে জেলা সভাপতি চিনাংশু গোস্বামী, সম্পাদক মন্ডলী সদস্য সৌমিত্র জীতী এবং বিশিষ্ট ব্যবসায়ী তিমিরবরণ বেরা মহাশয় --এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক বিমল কুমার মাজী সহ ক্লাবের সমস্ত মেম্বার গণ।
No comments