Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দোনাচার্য পুরস্কার পেলেন বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক ঘৃণাল কান্তি দাস

দোনাচার্য পুরস্কার পেলেন বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক ঘৃণাল কান্তি দাস
পূর্ব মেদিনীপুর 'জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মৃনাল কান্তি দাস উনিএসরা-২ নম্বর ব্লকের  বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠ…

 




দোনাচার্য পুরস্কার পেলেন বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক ঘৃণাল কান্তি দাস


পূর্ব মেদিনীপুর 'জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মৃনাল কান্তি দাস উনিএসরা-২ নম্বর ব্লকের  বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠের ইংরেজী বিষয়ের শিক্ষক।

 মৃণাল কান্তি দাসকে স্কুল শিক্ষার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য দ্রোনাচার্য পুরস্কার (অ্যাওয়ার্ড) দিল এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম‍্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া। গত ১৫ ই নভেম্বর ২০২৪, কলকাতার সল্টলেক অবস্থিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক আড়ম্বর পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রায় ২৫০ জন  শিক্ষক দের হাতে স্মারক সহ মানপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়। সংস্থার CEO ডঃ সুজয় বিশ্বাস মহাশয় শ্রী মৃনাল কান্তি দাসের হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের  সম্মানীয় সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

মৃনাল বাবুর এই সাফল্য খবর পেয়েই আনন্দে মেতে ওঠে তার পরিবার আত্মীয়সজন।

ছোট থেকেই সান্ত সভাবের ও খুব মেধাবী ছেলে মৃনাল বাবু তার এই সাফল্যে খুশি এলাকার মানুষ। 

মৃনাল বাবু জানিয়েছেন অবসর সময়ে বই পড়ে ও বই লিখেই সময় কাটান,তাঁর প্রানের প্রিয় ছাত্র-ছাত্রী, তথা পরিবারের সদস্যগন, সহকর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদেরকে- যাঁরা তাকে সর্বদা কর্মচঞ্চল রেখেছেন

তাঁর কাছে এই পুরস্কার কেবল একটি পুরষ্কার নয়, এটি তার এগিয়ে চলার পথে অনুপ্রেরণা, তাঁর এই পুরস্কার পাওয়ার খবরে বিদ্যালয় তথা পরিবারে খুশির হাওয়া। এই সাফল্যের জন্য মৃনাল বাবুর বাবা শশাঙ্ক শেখর দাস ও মা কল‍্যানি রানি দাস জানান অনেক প্রতিকুলাতার মধ্যদিয়ে পড়াশোনা করে বড়ো হয়েছে মৃনাল বাবু ছোট বেলা থকেই খুব মেধাবী ছিল সব সময় পড়াশোনা নিয়েই থাকতে ভালো বাসে তার এই সাফল্যে খুশি বাবা মা ।

No comments