এক না বালিকাকে বিয়ের টোপ দিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত ছয় ব্যক্তির শুক্রবার সাজা ঘোষণা করলো হলদিয়া আদালত । অভিযোগ, ২০১৭ সালের ২৫ অক্টোবর হলদিয়ার ওই নাবালিকার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এক যুবকের সমাজ মাধ্য…
এক না বালিকাকে বিয়ের টোপ দিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত ছয় ব্যক্তির শুক্রবার সাজা ঘোষণা করলো হলদিয়া আদালত । অভিযোগ, ২০১৭ সালের ২৫ অক্টোবর হলদিয়ার ওই নাবালিকার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এক যুবকের সমাজ মাধ্যমে আলাপ হয় । সেই ছেলে বিয়ের টোপ দিয়ে মেয়েটিকে দিল্লি চলে যায় । কিন্তু মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত করে । জানা যায় মেয়েটিকে দিল্লি কোন এক হোটেলে বিক্রি করে দেওয়া হয়েছে । বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে এই ঘটনায় জড়িত দিল্লি এবং আগ্রা থেকে সাত জনকে গোয়েন্দা পুলিশ পাকড়াও করে । উদ্ধার হয়েছে নাবালিকা । কিন্তু তথ্য প্রমানের ভিত্তিতে নির্দোষ প্রমাণিত হয় ধৃতদের একজন । শুক্রবার বাকি ছয়জনের সাজা ঘোষণা করেছে আদালত । শাজাহান মোল্লা নামের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে । আগ্রার সালু সিং আমি যুবকের হয়েছে কুড়ি বছরের জেল হেফাজতের নির্দেশ । বাকি দিল্লির প্রদীপ কুমার, আমেদাবাদের মনীষা, মেরি এবং আগ্রার শেহেনাজ বেগম নামে ধৃত দিল্লিবাসীদের ১২ বছরের জেল হেফাজত ঘোষণা করা হয়েছে । সেই সঙ্গে নাবালিকার জন্য তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । এই মামলায় সরকার পক্ষের বিশেষ কৌশলী দেবাঞ্জন ব্যানার্জি জানিয়েছে,"এমন টকশো আইনের মামলায় আদালতের সাজা ঘোষণা সমাজে সঠিক বার্তা দেবে । এমন অপরাধমূলক কাজ করে সমাজকে কলুষিত করা যাবে না । আইনের দৃষ্টি সোজা রয়েছে । হলদিয়া আদালতের রায়ে ভীরতা প্রমাণিত হলো ।"এই সাজা ঘোষণায় খুশি নাবালিকা, তাঁর পরিবার এবং আত্মীয়-স্বজন ।
No comments