Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্টেট ব্যাঙ্কের নাম করে আসছে মেসেজ, ক্লিক করলেই খোয়াতে পারেন টাকা!

স্টেট ব্যাঙ্কের নাম করে আসছে মেসেজ, ক্লিক করলেই খোয়াতে পারেন টাকা!
 ভারতীয় স্টেট ব্যাঙ্কের নাম করে মেসেজ আসছে। লিঙ্কে ক্লিক করে বা অ্যাপ ডাউনলোড করে কিছু করতে গেলেই গ্রাহক খোয়াতে পারেন টাকা! তাই অবশ্যই সাবধান হতে হবে। ১০ হাজারের র…

 


স্টেট ব্যাঙ্কের নাম করে আসছে মেসেজ, ক্লিক করলেই খোয়াতে পারেন টাকা!


 ভারতীয় স্টেট ব্যাঙ্কের নাম করে মেসেজ আসছে। লিঙ্কে ক্লিক করে বা অ্যাপ ডাউনলোড করে কিছু করতে গেলেই গ্রাহক খোয়াতে পারেন টাকা! তাই অবশ্যই সাবধান হতে হবে। ১০ হাজারের রিওয়ার্ড পয়েন্ট দিয়েছে এসবিআই। যার মূল্য ৯ হাজার ৯৮০ টাকা। এই টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে হয় মেসেজে দেওয়া অ্যাপ ডাউনলোড করতে হবে, নাহলে লিঙ্কে ক্লিক করতে হবে। ব্যস, এই কাজ করলেই প্রতারকদের পৌষমাস, গ্রাহকের সর্বনাশ। গ্রাহকরা নিজের অ্যাকাউন্টের সব টাকা খোয়াতে পারেন। এসবিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এমন বহু গ্রাহকের কাছে ইতিমধ্যেই এই মেসেজে এসেছে। তারা কেউ কেউ প্রতারণার শিকারও হয়েছে। এই বিষয়টি সামনে আসার পরই নড়েচড়ে বসেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষও। তাঁরা সতর্কতা জারি করে স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কোনও মেসেজ ব্যাঙ্ক কাউকে পাঠাচ্ছে না। তাই গ্রাহকরা যেন কোনও ভাবেই এই প্রতারণার ফাঁদে পা না দেন।

ভুয়ো যে মেসেজ পাঠানো হয়েছে তাতে এসবিআই রিওয়ার্ড অ্যাপ ডাউনলোড করার লিঙ্কও দেওয়া হয়েছে। অবশ্যভাবে বলা যায় যেই লিঙ্ক আসল নয়। এতেই ফাঁদে পড়ছেন গ্রাহকরা। যারা টাকা পাওয়ার জন্য লিঙ্কে ক্লিক করছেন তাদের প্রায় সব তথ্য হ্যাকাররা নিয়ে নিচ্ছে। কোনও টাকা তো কেউ পাচ্ছেন না, উল্টে নিজের সেভিংসের টাকা খোয়াতে পারেন সকলে।

এইসব প্রতারণার হাত থেকে বাঁচার উপায় কী? ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কোনও লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই সতর্ক হতে হবে। আদৌ ব্যাঙ্ক থেকে কোনও অফার বা এমন মেসেজ পাঠানো হচ্ছে না তা যাচাই করতে হবে। নিজের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য গোপন রাখতে হবে এবং কারও সঙ্গে শেয়ার করা চলবে না। এটিএম কার্ডের পিন সহ ব্যাঙ্ক সংক্রান্ত কোনও ওটিপি, পাসওয়ার্ড যাতে কারও সঙ্গে শেয়ার না করা হয়। কোনও ভাবে প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে হবে।

No comments