Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদায় ভয়াবহ ডাকাতি

৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদায় ভয়াবহ ডাকাতি! জাতীয় সড়কে পথবাতি,সিসি ক্যামেরা সহ পুলিশী নজরদারি বাড়ানোর দাবী            আজ দুপুর নাগাদ ছ নম্বর জাতীয় সড়কের উত্তর জিঞাদা বাজার সংলগ্ন স্থানে এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে …

 


৬ নম্বর জাতীয় সড়কের জিঞাদায় ভয়াবহ ডাকাতি!

 জাতীয় সড়কে পথবাতি,সিসি ক্যামেরা সহ পুলিশী নজরদারি বাড়ানোর দাবী

            আজ দুপুর নাগাদ ছ নম্বর জাতীয় সড়কের উত্তর জিঞাদা বাজার সংলগ্ন স্থানে এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পাঁশকুড়া থানার পুলিশের তৎপরতায় দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় প্রকাশ,কোন এক ব্যবসায়ী চার চাকার গাড়িতে করে কোলাঘাটের দিক থেকে আসছিল। দুষ্কৃতকারীদের দল গাড়িতে করে এসে ওই স্থানে তাদের কাছে থাকা বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তারপর দুষ্কৃতকারীদের দল তাদের গাড়ি নিয়ে ঘাটালের দিকে রওনা দেয়। গাড়ির ড্রাইভার দুষ্কৃতকারীদের পীতপুর সংলগ্ন স্থানে নামিয়ে দিয়ে ঘাটালের দিকে রওনা দেয়। এরপর পাঁশকুড়া থানার পুলিশ খুকুড়দহ সংলগ্ন স্থানে অবরোধ করে ওই গাড়ীটিকে পাকড়াও করে তার মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরে। 

    প্রসঙ্গত উল্লেখ্য, ২০ নভেম্বর ২০২৩-এ উত্তর  জিঞাদার স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া খুন হয়েছিল জিঞাদা ও বরদাবাড় বাজারের মধ্যবর্তী স্থান  দেউলবাড়ে। ওই এলাকায় পথবাতি লাগানো, সিসিটিভি ক্যামেরা লাগানো, পুলিশের নজরদারি বাড়ানো সহ নাগরিক সুরক্ষার বিভিন্ন দাবিতে নাগরিক সুরক্ষা কমিটি গঠন করে এলাকার বাসিন্দারা একাধিকবার জেলা শাসক/এস পি অফিসে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচিতেও সামিল হয়েছিলেন। 

            কমিটির মুখপাত্র নারায়ন চন্দ্র নায়ক জানান,ওই ঘটনার পরও একাধিকবার সোনা দোকানে চুরি,ওই রাস্তায় ডাকাতি/ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এখনো ওই ঘটনার বিচার প্রক্রিয়া চলছে। তিনজন গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র। এখনো দোষী সাব্যস্ত করা হয়নি। চুরি হওয়া সোনা উদ্ধারও হয়নি। জাতীয় সড়কের ওই অংশটি দুষ্কৃতকারীদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে।

No comments