Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ন্যাশনাল হাইওয়ে গোডাউনের ভিতরে গাড়িতে আগুন

ন্যাশনাল হাইওয়ে গোডাউনের ভিতরে গাড়িতে আগুনপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ন্যাশনাল হাইওয়ের ধারে বহু গোডাউন কয়লা এবং বন্দরের কাঁচামাল এছাড়াও কন্টেনার রাখার জন্য তৈরি হয়েছে। সূত্রে জানা যায় হলদিয়া ন্যাশনাল হাইওয়ে ডি…

 




ন্যাশনাল হাইওয়ে গোডাউনের ভিতরে গাড়িতে আগুন

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ন্যাশনাল হাইওয়ের ধারে বহু গোডাউন কয়লা এবং বন্দরের কাঁচামাল এছাড়াও কন্টেনার রাখার জন্য তৈরি হয়েছে। সূত্রে জানা যায় হলদিয়া ন্যাশনাল হাইওয়ে ডিঃঘাসীপুর সোনিকো গোডাউনে ভিতরে প্রায় ১২ থেকে ১৩ টি কয়লা বোঝায় গাড়ি দাঁড়িয়েছিল। গোডাউন কর্তৃপক্ষ দেখতে পায় কয়লা বোঝাই দুটো গাড়ি উপরে আগুন জ্বলছে তৎক্ষণা ৎ দমকল বাহিনীকে খবর দেয় দমকল বাহিনীর প্রায় দুখানা ইঞ্জিন এসে প্রায় চার ঘন্টা সময় আগুন নিয়ন্ত্রণে আনে বলে সূত্রের খবর। 

দমকল সূত্রে জানা যায় প্রায় রাত্রি দুটোর সময় দুখানা কয়লা বোঝাই গাড়িতে আগুন লাগে । গোডাউন কর্তৃপক্ষ আগুনেভাতে চেষ্টা করে আগুন নেভাতে না পারলে অবশেষে দমকল বাহিনীকে খবর দেয় রাত্রি তিনটের সময় । তিনটে পাঁচ থেকে দমকল বাহিনী দুটো ইঞ্জিন এসে আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় দুটি কয়লা বোঝাই গাড়ি পুরে ধূলিসাৎ হয়েছে তদন্তে নেমেছেন পুলিশ। কর্তৃপক্ষের এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

পশ্চিমবঙ্গ সরকারের হলদিয়া দমকল দপ্তরের অফিস ইনচার্জ তারকেশ্বর সিনহা জানান ঠিক সময়ে গোডাউন কর্তৃপক্ষ খবর না দিলে আরো কয়েকটি গাড়ি এবং কয়লা মজুদ ছিল বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো । যথা সময় খবর দেওয়ার জন্য দুর্ঘটনা থেকে অনেকটাই রেহাই পেয়েছে এই গাড়িগুলি।

No comments