রাজ্যের এস.টি.এফ-এর হানায় আসানসোলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ
সূত্রের খবরের ভিত্তিতে গত ২৩ নভেম্বর আসানসোলের কুলটি থানার অন্তর্গত পুরনো কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ভিনরাজ্য থেকে ঢোকা বড় পরিমাণে বেআইনী আগ্নে…
রাজ্যের এস.টি.এফ-এর হানায় আসানসোলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ
সূত্রের খবরের ভিত্তিতে গত ২৩ নভেম্বর আসানসোলের কুলটি থানার অন্তর্গত পুরনো কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ভিনরাজ্য থেকে ঢোকা বড় পরিমাণে বেআইনী আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার করল রাজ্যের এসটিএফ( স্পেশ্যাল টাস্ক ফোর্স), যার মধ্যে ছিল ১০টি পাইপগান, ৫০ রাউন্ড ৮ মিমি তাজা কার্তুজ, এবং চার রাউন্ড ৯ মিমি তাজা কার্তুজ। ঘটনায় গ্রেফতার হয়েছে মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা মিনারুল ইসলাম (৩৩) ও সফিকুল মণ্ডল (৩৭)। এবং সন্দেহ করা হচ্ছে, দুজনেই আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী চক্রের সদস্য। অস্ত্র আইনের আওতায় মামলা রুজু হয়েছে কুলটি থানায়, তদন্তে এসটিএফ।
No comments