Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্তমান শাসকগোষ্ঠী ইন্দিরা গান্ধীকে অনুসরণ করলেই দেশের মঙ্গল হয়!

বর্তমান শাসকগোষ্ঠী ইন্দিরা গান্ধীকে অনুসরণ করলেই দেশের মঙ্গল হয়!
আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রতিনি বলেন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্…

 





বর্তমান শাসকগোষ্ঠী ইন্দিরা গান্ধীকে অনুসরণ করলেই দেশের মঙ্গল হয়!


আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র

তিনি বলেন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বে পাকিস্তানের সাথে ১৯৭১ সালে যুদ্ধে মাত্র ১৩ দিনের মধ্যে পাকিস্তানী সৈন্যদের আত্মসমর্পণ এবং পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশ তৈরি করা, ভারতের সবচেয়ে বড় যুদ্ধ জয়। সিকিম এবং সিয়াচেন হিমবাহের অধিগ্রহণ কোনো বড় ঝামেলা ছাড়াই। পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা দিয়ে ভারতকে পরমাণু শক্তিতে পরিণত করার পথে নিয়ে আসা। রাজন‍্যভাতা বিলোপ, ব‍্যাঙ্ক রাষ্ট্রায়ত্বকরণ, সবুজ বিপ্লব, গরীবি হটাও, বিশদফা কর্মসূচি ভারতের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তিকে সুদৃঢ় করেছিল। বড় বড় কথা না বলে দেশের  বর্তমান শাসকগোষ্ঠী ইন্দিরাজীকে অনুসরণ করলেই দেশের মঙ্গল হয়। তাই ইন্দিরাজী ছিলেন এশিয়ার মুক্তি সূর্য, তিনিই ভারতরত্ন, তিনিই ভারতবর্ষের সেরার সেরা প্রধানমন্ত্রী।

আজ এগরায় এশিয়ার মুক্তি সূর্য, প্রধানমন্ত্রী প্রিয়দর্শনী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী। সম্পাদক মিন্টু দাশ, বর্ষীয়ান কংগ্রেস নেতা ধীরেন্দ্র কুমার মাইতি, সত্যেন্দ্রনাথ প্রধান, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়েক, এগরা শহর কংগ্রেস  সভাপতি অশোক মহাপাত্র, শ্রমিক নেতা শেখ রুস্তম, কালিপদ শীট প্রমুখ।

No comments