Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গা চক নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাবের ৩১ তম বাৎসরিক মিলন উৎসব

দুর্গা চক নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাবের ৩১ তম বাৎসরিক মিলন উৎসব
৩১ তম বাৎসরিক মিলন উৎসব দুর্গাচক মদিনার স্পোর্টিং ক্লাবে ১৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলবে ১৬ই নভেম্বর পর্যন্ত। থাকছে রক্তদান শিবির একদিনের নকআউট দিবার…

 



দুর্গা চক নিউ কলোনি মদিনা স্পোর্টিং ক্লাবের ৩১ তম বাৎসরিক মিলন উৎসব


৩১ তম বাৎসরিক মিলন উৎসব দুর্গাচক মদিনার স্পোর্টিং ক্লাবে ১৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলবে ১৬ই নভেম্বর পর্যন্ত। থাকছে রক্তদান শিবির একদিনের নকআউট দিবারাত্রি ৮ টিমের ফুটবল প্রতিযোগিতা।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/vVcCEcMd_aQ

১৪ ই নভেম্বর ত্রিবর্ণ জাতীয় পতাকা ও সংঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মিলন উৎসবের সূচনা হয়। প্রয়াত স্বর্গীয় সুশশ চন্দ্র করণ স্মৃতির উদ্দেশ্যেই আট টিমের ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমত্যা সীতাকরন হালদার বিশিষ্ট সমাজ  সেবিকা, ছিলেন বিশিষ্ট সমাজসেবক মিলন মন্ডল প্রাক্তন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান ছিলেন পতঞ্জলি ফুড লিমিটেড জেনারেল ম্যানেজার দেবাংশু বৈতালী পুনর্বাসন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ডঃ তপন কুমার জানা ঢেকুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন চকদ্বীপা হাই স্কুলের শিক্ষক মহিদুল আলী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা, মনিমালা করন। ১৫ ই নভেম্বর ১৬ টিমের মিনি ফুটবল প্রতিযোগিতা বিকাল তিনটে থেকে শুরু হবে এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার 80 হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং সেমিফাইনালে দুটি দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে সুত্রে জানাযায়। এছাড়া ১৬ই নভেম্বর শনিবার সকাল আটটা থেকে থ্যালাসিমে আক্রান্তর ব্যাক্তিদের জন্য রক্তদান শিবির এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে ছদ্মবেশ প্রতিযোগিতা যার প্রথম পুরস্কার এক হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ৮০০ টাকা তৃতীয় পুরস্কার ৬০০ টাকা চতুর্থ পুরস্কার ৪০০ টাকা এছাড়াও থাকছে বিশেষ সান্তনা পুরস্কার এবং সন্ধ্যা থেকে শুরু হবে বিচিত্রা অনুষ্ঠান।

No comments