"রক্তাক্ত সূর্যোদয়"-এর ১৭তম বর্ষপূর্তিতে, নন্দীগ্রামের পালিত হলো শহীদ স্মরণসভাতোমার নাম আমার নাম ভুলতে পারিনা নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের শহীদ স্মরণসভা ১৭ তম বর্ষে পদার্পণ করলো। আজ গোকুলনগর করপল্লী শহীদ বেদিতে শহ…
"রক্তাক্ত সূর্যোদয়"-এর ১৭তম বর্ষপূর্তিতে, নন্দীগ্রামের পালিত হলো শহীদ স্মরণসভা
তোমার নাম আমার নাম ভুলতে পারিনা নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের শহীদ স্মরণসভা ১৭ তম বর্ষে পদার্পণ করলো।
আজ গোকুলনগর করপল্লী শহীদ বেদিতে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শহীদ স্মরণ করলেন নন্দীগ্রাম ভূমি আন্দোলনের প্রধান কান্ডারী,এলাকার বিধায়ক, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।
No comments