কোলাঘাটের জলবন্দী এলাকার দ্রুত জল বের করার দাবীতে বিডিও অফিসে ডেপুটেশন
কোলাঘাট ব্লকের দেহাটি খাল সংলগ্ন জলবন্দী এলাকার জমা জল বের করতে সর্বক্ষণের জন্য দেহাটি লকগেটের ফ্ল্যাপ সাটার তোলা,গিয়ার সাটার জোয়ার- ভাটার সময় তোল…
কোলাঘাটের জলবন্দী এলাকার দ্রুত জল বের করার দাবীতে বিডিও অফিসে ডেপুটেশন
কোলাঘাট ব্লকের দেহাটি খাল সংলগ্ন জলবন্দী এলাকার জমা জল বের করতে সর্বক্ষণের জন্য দেহাটি লকগেটের ফ্ল্যাপ সাটার তোলা,গিয়ার সাটার জোয়ার- ভাটার সময় তোলা-ফেলার ব্যবস্থা,পানশিলায় দেহাটী ব্রীজের নিচে জলনিকাশীতে বাধা সৃষ্টিকারী অপ্রয়োজনীয় কাঠামো অপসারণ,আগামী বর্ষার পূর্বেই সোয়াদিঘী,দেনান,দেহাটী,চাপদা-গাজই খালের নিম্নাংশ,টোপা-ড্রেনেজ খালের বরদাবাড় বাজার সংলগ্ন অংশ পূর্ণ সংস্কার,পারিট ও দেউলবাড় স্লুইশ গেটের সম্প্রসারণ,শুধুমাত্র 'বাংলা শস্য বীমা'র সামান্য ক্ষতিপূরণ নয়-ক্ষতিগ্রস্ত আমন ধান,পান,ফুল,সবজি চাচিদের উপযুক্ত অনুদান প্রদান প্রভৃতি দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ব্লকের বিডিও কে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সহঃ সভাপতি কার্তিক হাজরা,জ্যোতির্ময় বর্মন,সহঃ সম্পাদক গোবিন্দ পড়িয়া,প্রশান্ত পড়িয়া প্রমুখ।
নারায়নবাবু বলেন,ওই পরিপ্রেক্ষিতে আজই দেহাটি খাল সংলগ্ন এলাকার জমা জল দ্রুত বের করতে সেচ দপ্তর কোলাঘাটের দেহাটি লকগেটের ৬ টি ফ্ল্যাপ ও গিয়ার সাটার তুলে দেওয়ার ব্যবস্থা করতে বাধ্য হন। দ্রুত জমা জল বের করার উপরোক্ত দাবী নিয়ে পরিষদের পক্ষ থেকে জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দেওয়া হলে জেলা শাসক, বি ডি ও,সেচ দপ্তরের আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেন। গত ৫ নভেম্বর উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক সভায় দেহাটী ও দেনান খাল আগামী বর্ষার পূর্বে পূর্ণ সংস্কার করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জেলা প্রশাসন।
No comments