২৫ তম বর্ষে বার বাসুদেবপুর সাহু বাজার দুর্গোৎসব কমিটি
আজ মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে মন্ডপ ও প্রতিমার উদ্বোধন অনুষ্ঠিত হয় । বারবার বাসুদেবপুর শাহু বাজার তাদের এ বছরের পূজা পূজার্চনা ২৫ তম বর্ষে পদার্পণ করলো। ভিডিও দেখতে ক্লিক করুনht…
২৫ তম বর্ষে বার বাসুদেবপুর সাহু বাজার দুর্গোৎসব কমিটি
আজ মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে মন্ডপ ও প্রতিমার উদ্বোধন অনুষ্ঠিত হয় । বারবার বাসুদেবপুর শাহু বাজার তাদের এ বছরের পূজা পূজার্চনা ২৫ তম বর্ষে পদার্পণ করলো।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/NbCYiBCnXy0
উদ্বোধনী অনুষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তারই সাথেই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরে রক্ত দিলেন প্রায় ৭০ জন তারই মধ্যে অধিকাংশ মহিলারাই এবারে রক্ত দেওয়ার জন্য এগিয়ে এলেন। সারা বছর ধরে চলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর পুণ্য লগ্নে এলাকার মানুষদের শুভেচ্ছা জানালেন পুজো কমিটির সম্পাদক বনমালী মেটিয়া সহ পুজো কমিটির অন্যান্য সকল সদস্যবৃন্দ।
No comments