২৪ তম বর্ষে হলদিয়া বন্দর মঙ্গল সমিতির পুজো
হলদিয়া বন্দর পল্লিমঙ্গল সমিতির পুজো এবার ২৪তম বর্ষে পড়েছে। শিল্পশহরের বিগবাজেটের জাঁকজমকের পুজোর মধ্যে সাবেকি ঘরানা পরিবেশের পুজোই এদের বৈশিষ্ট্য। বন্দরের ৯-এর পল্লির আবাসিকরাই এই পুজ…
২৪ তম বর্ষে হলদিয়া বন্দর মঙ্গল সমিতির পুজো
হলদিয়া বন্দর পল্লিমঙ্গল সমিতির পুজো এবার ২৪তম বর্ষে পড়েছে। শিল্পশহরের বিগবাজেটের জাঁকজমকের পুজোর মধ্যে সাবেকি ঘরানা পরিবেশের পুজোই এদের বৈশিষ্ট্য। বন্দরের ৯-এর পল্লির আবাসিকরাই এই পুজোর আয়োজক। আবাসিকদের কাছে পল্লিমঙ্গলের পুজো বাড়ির পুজোর আমেজ এনে দেয়। বুধবার ৯ অক্টোবর মহাষষ্ঠী পুজোর উদ্বোধন করবেন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসক) প্রবীণকুমার দাস। ষষ্ঠীতে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। পুজোর থিম স্বস্তিক, শুভ শক্তির বিকাশের বার্তা দিতে এই থিম ভাবনা। মণ্ডপটি ছোট হলেও সাজানো। মণ্ডপ শিল্পী সৌমেন প্রামাণিক , বাঁকুড়ার দুই শতাধিক পোড়ামাটির ঘোড়া, শতাধিক মাটির পুতুল, প্রদীপ সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। পুজো কমিটির সভাপতি প্রদীপ বিজলি বলেন, এবছর পুজোর বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। ষষ্ঠীর দিন বিকেলে আবাসন চত্বরে বৃক্ষরোপণ করা হয়। আবাসন এলাকায় নারকেল গাছ লাগানো ও বিতরণ করা হয়। হলদিয়া বন্দর ও হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোর সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও পূজোর উপস্থিত দর্শকদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই কুইজ প্রতিযোগিতায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজলক্ষ্মী জুয়েলারী ওয়ার্কস ,বিদ্যুৎ বেকারী ,নিউ দাদীমা মোবাইল , রাজু ও নিউ রাজু হাউস ব্রজলালচক হাইরোড, শ্রীকৃষ্ণ সুইটস হলদিয়া, ক্যেরি লাইফ রেস্টুরেন্ট অম্বুজামল। এছাড়াও অন্যান্য সুভানুধ্যায়ী বৃন্দ।
No comments