যোগা ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় হলদিয়ার ছয় প্রতিযোগীর সম্বর্ধনা সভা
যোগা ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন হলদিয়ার ৬ জন প্রতিযোগী। ঋতপ্রভ চট্টোপাধ্যায়, অতনু মাইতি, নীলাক্ষী মাইতি, পূর্বা পাত্র, পূজা মাইতি এবং দেবাঙ্গন দীক্…
যোগা ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় হলদিয়ার ছয় প্রতিযোগীর সম্বর্ধনা সভা
যোগা ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন হলদিয়ার ৬ জন প্রতিযোগী। ঋতপ্রভ চট্টোপাধ্যায়, অতনু মাইতি, নীলাক্ষী মাইতি, পূর্বা পাত্র, পূজা মাইতি এবং দেবাঙ্গন দীক্ষিত হলদিয়ার চৈতন্যপুর যোগাঙ্গন সংস্থার কৃতি শিক্ষার্থী। গত ২৭ শে অক্টোবর রবিবার স্থানীয় চকদ্বীপা হাইস্কুলে সংস্থার বিজয়া সম্মিলনী মঞ্চে সে কথা ঘোষণা করেছেন সংস্থার সম্পাদিকা রুমা চট্টোপাধ্যায়। তিনি বলেন চলতি বছরে ২৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে বিভিন্ন দেশের সঙ্গে হলদিয়ার চৈতন্যপুরের এই ৬ জন প্রতিযোগিনী অংশগ্রহণ করবে । তাদের মধ্যে ইতিমধ্যে থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক যোগায় সোনা জয় করেছেন ঋতপ্রভ, অতনু নীলাক্ষী। এদিন এই মঞ্চে যোগা মেধা অনুসন্ধান পরীক্ষায় সফল ২৬৫ জন ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন হলদিয়ার এই মঞ্চ থেকে রাজ্যের স্কুল শিক্ষায় যোগাকে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছে। একক বিষয়ে সংস্থার সম্পাদিকা রুমা চট্টোপাধ্যায় জানান, "নাচ, শারীরশিক্ষার মতো যোগা বিষয়টিকে রাজ্যের স্কুল শিক্ষায় অন্তর্ভুক্ত করবেন। এই আবেদন আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। আশা করি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।” এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা এক যোগ সমিতির সভাপতি শম্ভুনাথ সাঁতরা, বিজ্ঞানী অনির্বাণ দাস, শিক্ষক প্রতীক জানা, সংবাদ প্রতিদিন সাংবাদিক চঞ্চল প্রধান, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র ও সংস্থার পদস্থ কর্তা গন।
No comments