মহালয়ায় প্রকাশিত হল সহজ অব্যর্থ হোমিওপ্যাথি চিকিৎসার বই হলদিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও অ্যাঙ্কারেজ ক্যাম্পের 'রামকৃষ্ণ সেবায়তন'-এর সভাপতি ডাঃ দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় প্রণীত হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত গ্র…
মহালয়ায় প্রকাশিত হল সহজ অব্যর্থ হোমিওপ্যাথি চিকিৎসার বই
হলদিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও অ্যাঙ্কারেজ ক্যাম্পের 'রামকৃষ্ণ সেবায়তন'-এর সভাপতি ডাঃ দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় প্রণীত হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ - হোমিওপ্যাথি : সহজ ও অব্যর্থ চিকিৎসা,
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/T6_cr_2jxCA
সেবায়তনের প্রার্থনা কক্ষে আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রকাশিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন - বিবেকানন্দ মিশন আশ্রম-এর ব্রহ্মচারী সম্যক চৈতন্য মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিও চিকিৎসক ডাঃ অশোক কুমার দাস, হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসক) প্রবীণ কুমার দাস, রামানুজ মজুমদার প্রমুখ। ডাঃ অশোক কুমার দাস তাঁর ভাষণেবলেন, 'হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা নয়, হোমিওপ্যাথিতে মানুষের চিকিৎসা হয়।' অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আরিফ ইকবাল খান। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেবায়তনের সম্পাদক কে পি পাল। সেবায়তনের পক্ষ থেকে এদিন বিকেলে এক অনুষ্ঠানে ৩০০ দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
No comments