Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হলো সকলের কথার উৎসব সংখ্যার প্রচ্ছদ

পুজোর শেষ হতেই বিভিন্ন কবি, লেখক শিল্পীদের বই প্রকাশের কাজ চলছে। আজ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো সকলের কথার উৎসব সংখ্যার প্রচ্ছদ। প্রচ্ছদ প্রকাশ করলেন দার্শনিক ও লেখক টিম বাওয়েলসভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Vmb2cCNqpGE
 …

 



পুজোর শেষ হতেই বিভিন্ন কবি, লেখক শিল্পীদের বই প্রকাশের কাজ চলছে। আজ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো সকলের কথার উৎসব সংখ্যার প্রচ্ছদ। প্রচ্ছদ প্রকাশ করলেন দার্শনিক ও লেখক টিম বাওয়েলস

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Vmb2cCNqpGE


 দিনভর নানা অনুষ্ঠানের মাঝেই কাঁথির কালিনগর পাঁউসি অন্ত্যদ্বয় অনাথ আশ্রমে সকলের কথার উৎসব সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হয়।কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষাবিদ সহ সমাজের বিভিন্ন জগতের মানুষজনের উপস্থিতে প্রচ্ছদ প্রকাশ করেন ওয়েষ্ট ব্রিটেনের প্রাক্তন মেয়র লেখক ও দার্শনিক টিম বাওয়েলস।মহিষাদল থেকে প্রকাশিত সকলের কথা পত্রিকার উৎসব সংখ্যাটি প্রকাশিত হবে আগামী ৮ ডিসেম্বর রবিবার মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে। ওইদিন সকলের কথা সৃজন সম্মান অনুষ্ঠানের মঞ্চে হবে বড় মাপের সেই অনুষ্ঠান।তারই আগে প্রকাশিত হলো উৎসব সংখ্যার এই প্রচ্ছদ। পূর্ব মেদিনীপুর জেলার পাউশি অন্তদ্বয় অনাথ আশ্রমে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিম বাওয়েলস ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার কবি সাহিত্যিক ও গুণীজনেরা। আগামী ৮ ডিসেম্বর মহিষাদলে কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে সকলের কথা সুজন সম্মান অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানান উদ্যোক্তারা।

No comments