Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোটেলের মধুচক্রের পর্দাফাঁস ! হোটেলের ম্যানেজার সহ ধৃত ১৩, উদ্ধার ৬ যুবতী

মান্দারমণি'র তিনটি হোটেলের মধুচক্রের পর্দাফাঁস ! হোটেলের ম্যানেজার সহ ধৃত ১৩,  উদ্ধার ৬ যুবতী কাঁথি ( পূর্ব মেদিনীপুর )  সৈকত নগরী মান্দারমণি'তে বড়সড় মধুচক্রের আসর থেকে  ৬ জন যুবতী উদ্ধার পাশাপাশি হোটেলের ম্যানেজার ও কর…

 



মান্দারমণি'র তিনটি হোটেলের মধুচক্রের পর্দাফাঁস ! হোটেলের ম্যানেজার সহ ধৃত ১৩,  উদ্ধার ৬ যুবতী 

কাঁথি ( পূর্ব মেদিনীপুর )  সৈকত নগরী মান্দারমণি'তে বড়সড় মধুচক্রের আসর থেকে  ৬ জন যুবতী উদ্ধার পাশাপাশি হোটেলের ম্যানেজার ও কর্মী সহ ১৩ জন'কে গ্রেফতার করে।  এদের মধ্যে হোটেলের ম্যানেজার ও কর্মী রয়েছে। অভিযুক্তদের তালিকায় বীরভূম জেলায় একটি ব্যাঙ্কের ম্যানেজার রয়েছে বলে সূএ মারফত জানাগেছে। উদ্ধার হয় যুবতীদের বাড়ি মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা,  দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলার বাসিন্দা। রবিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উদ্ধার যুবতীদের গোপন জবানবন্দি গ্রহণ করেন। হোমো পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

পুলিশ সূত্রে খবর, মান্দারমণি'তে বেড়াতে আসা পর্যটকদের মোটা টাকার বিনিময়ে যুবতীদের দেহ ব্যবসার কাজে লাগাতো। শনিবার সন্ধ্যায় মান্দারমণি থানার পুলিশ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা মান্দারমণিতে তিনটি পৃথক পৃথক অভিযান চালান। হোটেলের ম্যানেজার ও কর্মীকে গ্রেফতার করে। এর পাশাপাশি দেহ ব্যবসার কাজে লিপ্ত হওয়া বেশ কয়েকজন বেড়াতে আসা পর্যটক গ্রেফতার করে।

No comments