Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুই শিশু ছাত্রীকে ধর্ষণ করে গৃহ শিক্ষক তার উপযুক্ত শাস্তির দাবিতে কংগ্রেস পক্ষ থেকে ভূপতিনগর থানায় ডেপুটেশন

দুই শিশু ছাত্রীকে ধর্ষণ করে গৃহ শিক্ষক তার উপযুক্ত শাস্তির দাবিতে কংগ্রেস পক্ষ থেকে ভূপতিনগর থানায় ডেপুটেশনভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/FC3W_T4IakI
১৯ শে অক্টোবর,২৪ বিকেলে ভূপতিনগর থানার বাসুদেব বেড়িয়া গ্রামে প্রৌঢ় গ…

 


দুই শিশু ছাত্রীকে ধর্ষণ করে গৃহ শিক্ষক তার উপযুক্ত শাস্তির দাবিতে কংগ্রেস পক্ষ থেকে ভূপতিনগর থানায় ডেপুটেশন

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/FC3W_T4IakI


১৯ শে অক্টোবর,২৪ বিকেলে ভূপতিনগর থানার বাসুদেব বেড়িয়া গ্রামে প্রৌঢ় গৃহশিক্ষক তপন পাহাড়ী, তার নিজের বাড়িতে ৮ ও১০ বছরের দুই শিশু ছাত্রীকে ধর্ষণ করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

এই ধর্ষণ কারী গৃহ শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে আজ পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্রের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভূপতিনগর থানায় অফিসার ইনচার্জ সেক মহম্মদ মহিউদ্দিন মহাশয়ের নিকট দাবী জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, ব্লক সভাপতি নুরুল ইসলাম, স্বপন মহান্তী,অসিত পাত্র, কংগ্রেস নেতা পূর্ণেন্দু বেরা, নজরুল সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন  প্রমুখ নেতৃবৃন্দ।

এরপর বাসুদেববেড়িয়া গ্রামে নির্যাতিতার বাড়িতে তাদের পরিবারের সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করেন। পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং আইনি সাহায্যের প্রতিশ্রুতি দেন ‌।

মানস করমহাপাত্র বলেন, নারী নির্যাতন, ধর্ষণ খুন বেড়ে চলেছে। পুলিশ নিষ্ক্রিয়, তাই দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বলি, দয়া করে নারী ও শিশুদের রক্ষা করুন। দুষ্কৃতিকারীদের মাথায় হাত রাখবেন না। পুলিশকে নিরপেক্ষতা বজায় রাখতে বলুন।

No comments