হলদিয়াতে যোগ ও শিশু স্বাস্থ্য উৎসব সুস্থ শরীর মন রাখতে যোগ সবারই দরকার। যোগ ও শিশু স্বাস্থ্য উৎসব ২০২৪ শিল্প শহর হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ২৯ শে অক্টোবর ২০২৪ মঙ্গলবার। যোগ ও শিশু স্বাস্থ্য উৎসবে বিধানসভা…
হলদিয়াতে যোগ ও শিশু স্বাস্থ্য উৎসব
সুস্থ শরীর মন রাখতে যোগ সবারই দরকার। যোগ ও শিশু স্বাস্থ্য উৎসব ২০২৪ শিল্প শহর হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ২৯ শে অক্টোবর ২০২৪ মঙ্গলবার। যোগ ও শিশু স্বাস্থ্য উৎসবে বিধানসভা এলাকায় প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। শিল্প শহরের প্রত্যন্ত গ্রাম থেকে শহরের বিভিন্ন এলাকায় ৫০ টিসেন্টার রয়েছে। যোগ যোগাসন প্রশিক্ষণ এবং সেই এলাকায় মানুষদের যোগ-শিক্ষা অংশগ্রহণ করেন হলদিয়া যোগ থেরাপি এণ্ড এডুকেশন সেন্টার সুতাহাটা। উৎসবে উপস্থিত ছিলেন গ্রাম এলাকার ক্লাব এবং স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকগণ । উপস্থিত সকল গুনিজনদের উৎসবে সম্মানিত করা হয়। শিশু স্বাস্থ্য উৎসবে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবিকা বিভিন্ন কলাকৌশলী যোগের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে গেলে কি কি করতে হবে সেগুলি প্রদর্শন করেন। জানালেন হলদিয়া যোগ থেরাপি এন্ড এডুকেশন সেন্টার সুতাহাটা সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সামন্ত, এবং সভাপতি ঝন্টু চরণ সামন্ত।
No comments