কলাবউ__কে?
'কলাবউ' হল নবপত্রিকা। এখানে 'নব' শব্দের অর্থ 'নয়'( ৯) এবং 'পত্রিকা' শব্দের অর্থ 'গাছের পাতা। ' অর্থাৎ নয়টি গাছের পাতাই হল 'নবপত্রিকা'। এই নয়টি গাছ হল…
কলাবউ__কে?
'কলাবউ' হল নবপত্রিকা। এখানে 'নব' শব্দের অর্থ 'নয়'( ৯) এবং 'পত্রিকা' শব্দের অর্থ 'গাছের পাতা। ' অর্থাৎ নয়টি গাছের পাতাই হল 'নবপত্রিকা'। এই নয়টি গাছ হল --কলা, কচু, ধান, হলুদ, ডালিম, বেল, অশোক, জয়ন্তী ও মানকচু। এই গাছগুলির পাতা দিয়ে তৈরী, কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তিই হল 'কলাবউ' বা 'নবপত্রিকা'।
আমরা অনেকেই 'জানি' কলাবউ হল গণেশের স্ত্রী। কিন্তু এটি ঠিক নয়। কলাবউ হল গণেশের মা। গণেশের বউ দুজন --রিদ্ধি ও সিদ্ধি।
তবে পুরনো একটি ছড়া একসময় কচিকাঁচাদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল --'গণেশ দাদা পেটটি নাদা /কপালে কেন সিঁদুর? /কলাবউকে বিয়ে করেছো /পায়ের তলায় ইঁদুর।' তবে ছেলেপিলের ছেলেমানুষীকে সত্যি ভাবার কোনো কারণ নেই!
যাইহোক, নবপত্রিকায় উল্লেখিত নয়টি উদ্ভিদ- নয়টি বিশেষ রূপের প্রতীক। ১. রম্ভা বা কদলী বা কলাগাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রহ্মাণী। ২. কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা ৩. ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী স্বয়ং ৪. হলুদ বা হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন উমা ৫. ডালিম বা দাড়িম্ব গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা । ৬. বেল বা বিল্বগাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শিবা। ৭. অশোক গাছের দেবী শোকবহিতা। ৮. জয়ন্তী গাছের দেবী কার্তিকী এবং ৯. মানকচুর অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা।
বলা যায়, --'গাছ লাগান, প্রাণ বাঁচান'--এর মত গোদা শ্লোগান উচ্চারণ না করেও আসলে গাছকেই পুজো করার,তাকে ভালোবাসার পরোক্ষ নিদান দেওয়া হয়েছে এমন রীতির মাধ্যমে।
এই নয়টি উদ্ভিদই একত্রে 'নবপত্রিকাবাসিন্যে নবদুর্গায়ৈঃ নমঃ' মন্ত্রে পূজিত হন।
তবে কলাবউ বা নবপত্রিকার উপাসনার কথা কিন্তু পুরাণে নেই। কালিকা পুরাণে পত্রিকা পূজার কথা থাকলেও ৯ বা কোনো সংখ্যার কোনো উল্লেখ নেই। তবে বাঙালির হিয়া মন্থন করা কৃত্তিবাস তাঁর রামায়ণে নবপত্রিকার কথা উল্লেখ করেছিলেন --
'বাঁধিলা পত্রিকা নব বৃক্ষের বিলাস। '
আজ সারা পৃথিবী যখন 'যেমন খুশী গাছ কাটো '-- প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তখন নবপত্রিকা পূজা ভীষণ তাৎপর্যপূর্ণ বৈকি।
চুপিচুপি বলি, যে ৯টি গাছের কথা এতক্ষণ বললাম, আমাদের অনেকেই তাদের সবক'টি চোখেও দেখিনি।
No comments