দক্ষিণ চক হাইস্কুলে ফুড ফেস্টিভ্যাল
পুজো আসছে, পুজোতে গিয়ে বাজারের ফাস্টফুড খাওয়ার জন্য সকলেই উদগীব হয়। কিন্তু ওই বাজারের ফাস্টফুডে মেশানো হয় কেমিক্যাল জাতীয় বিভিন্ন জিনিস তার ফলেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
সুষম খাদ্যের জন্য …
দক্ষিণ চক হাইস্কুলে ফুড ফেস্টিভ্যাল
পুজো আসছে, পুজোতে গিয়ে বাজারের ফাস্টফুড খাওয়ার জন্য সকলেই উদগীব হয়। কিন্তু ওই বাজারের ফাস্টফুডে মেশানো হয় কেমিক্যাল জাতীয় বিভিন্ন জিনিস তার ফলেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
সুষম খাদ্যের জন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করলেন দক্ষিণ চক হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ। নিজেদের হাতের তৈরি খাওয়ার খাদ্য রসিক ছাত্র-ছাত্রীদের জন্য বেলা এগারোটা থেকে শুরু হয় তাদের এই খাদ্যের মেলা ।
এই মেলায় উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াই প্রধান ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মধক্ষ্যাগণ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/DMEAqyApFEU
স্কুলের প্রধান শিক্ষক ডঃ শীর্ষেন্দু দাস অধিকারী বলেন ছাত্র-ছাত্রীদের নিজেদের খাদ্যের গুণ বিচার করা পুজো আসছে সেই সময় নিজেদের কিছু হাতে অর্থ সংগ্রহ করা এছাড়া পড়াশুনোর পরে পরিবারের প্রতি তাদের ব্যবসা করার প্রবণতাকে উৎসাহিত করার জন্য আজকের এই ফুড ফেস্টিভেলের আয়োজন করা হয়েছিল। তিনি আরো জানান স্কুলের ছাত্র-ছাত্রীদের বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন হাতের তৈরি সামগ্রী হলদিয়া জনশিক্ষণ সংস্থার উদ্যোগে ট্রেনিংয়ের উদ্বোধন হল। আজকের এই ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন সাত ভাই চম্পা, দশভুজা ,চপ শিল্প, বিভিন্ন ধরনের নামে স্টল এই ফুড ফেস্টিভ্যালে দেখা যায়। স্কুলের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য স্কুলের ম্যানেজিং কমিটি এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ আজকের এই ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন।
No comments