মহিষাদলে ঘাসফুল ঘর ভাঙলো পদ্ম শিবিরেরবিজেপি ছেড়ে দেউলপোতা অঞ্চলের উপপ্রধান মিনু দাস, পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা সর্দার, অরুণ সিমলাই, প্রতাপ চন্দ্র সিংহ সহ বিজেপির অনেক নেতৃত্ব এবং কর্মী বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর হাত ধরে …
মহিষাদলে ঘাসফুল ঘর ভাঙলো পদ্ম শিবিরের
বিজেপি ছেড়ে দেউলপোতা অঞ্চলের উপপ্রধান মিনু দাস, পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা সর্দার, অরুণ সিমলাই, প্রতাপ চন্দ্র সিংহ সহ বিজেপির অনেক নেতৃত্ব এবং কর্মী বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে দেভোগ গ্রাম পঞ্চায়েত, চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত ,বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত এবং দেউলপোতা গ্রাম পঞ্চায়েত। বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত এবং দেউলপোতা গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি।মহিষাদল বিধানসভা অন্তর্গত হলদিয়ার দেউলপোতা অঞ্চলের উপপ্রধান মিনু জানা দাস, পঞ্চায়েত সমিতির সদস্যা প্রতিমা সর্দার-সহ প্রায় ২৫ জন নেতা-কর্মী বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
No comments