ঘুরিনি ঝড় ডানার হাত থেকে বাঁচতে!হলদিয়া-রায়চক এবং ডায়মন্ড হারবার ফেরিঘাটে ২৪ এবং ২৫ অক্টোবর ফেরি চলাচল বন্ধ থাকবেপ্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য বিপদ এড়াতে ফেরি সার্ভিস বন্ধের নির্দেশ জারি হল। মঙ্গলবার সন্ধ্যায় হুগলি নদীর রায়চক ক…
ঘুরিনি ঝড় ডানার হাত থেকে বাঁচতে!হলদিয়া-রায়চক এবং ডায়মন্ড হারবার ফেরিঘাটে ২৪ এবং ২৫ অক্টোবর ফেরি চলাচল বন্ধ থাকবে
প্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য বিপদ এড়াতে ফেরি সার্ভিস বন্ধের নির্দেশ জারি হল। মঙ্গলবার সন্ধ্যায় হুগলি নদীর রায়চক কুকড়াহাটি এবং ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস বন্ধ থাকার নোটিশ জারি করল। কুকড়াহাটি ফেরিঘাটে ফেরি বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে লেখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী ২৪ এবং ২৫ অক্টোবর ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চালানোর জন্য যাত্রী সাধারণের কোনওরকম অনুরোধ গ্রাহ্য করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
No comments