শিল্প শহর থেকে ৫ ডাকাত গ্রেফতার ১৪ দিনের জেল হেফাজতভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Agmd3uyW_1gপূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ডাকাতি করার পরিকল্পনা নিয়ে এক জায়গায় জড়ো হয়েছিল গোপন সূত্রে তাদেরকে ফিল্মি কায়দায়…
শিল্প শহর থেকে ৫ ডাকাত গ্রেফতার ১৪ দিনের জেল হেফাজত
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Agmd3uyW_1g
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ডাকাতি করার পরিকল্পনা নিয়ে এক জায়গায় জড়ো হয়েছিল গোপন সূত্রে তাদেরকে ফিল্মি কায়দায় পাকড়াও করলেন দুর্গাচক থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা যায়, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ড পাঠ বাড়িতে ভোররাত্রে ডাকাতি হয়েছিল সেই ডাকাতির ঘটনায় তদন্তে নেমেছিল পুলিশ। দীপান্বিতা উৎসব আসছে, তার আগেই পুলিশ বিভিন্ন জায়গায় তলাশি শুরু করেছে। জেলা পুলিশের সহযোগিতায় দুর্গাচক থানা পুলিশের সাফল্য এল। একসঙ্গে পাঁচজন ডাকাতের দলকে ধরল দুর্গাচক থানার পুলিশ। অনুমান করা হচ্ছে পাঁচ ডাকাতদল হলদিয়া প্রাক্তন কাউন্সিলর এর বাড়িতে ডাকাতি করেছিল। ৩১শে আগস্ট হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দন্ড পাঠের বাড়িতে ভোররাত্রে ডাকাতি হয়েছিল। প্রায় দেড় মাসের মাথায় ডাকাতের দলকে দুর্গাচক থানার পুলিশ গ্রেফতার করল। আজ ১৬ অক্টোবর লক্ষ্মী পূজোর দিন তাদেরকে হলদিয়া মহকুমার আদালতে তোলা হয়। সূত্রে জানা যায় পাঁচজনের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে এবং তিন দিনের মাথায় তাদের ১৮ ই অক্টোবর টি আর প্যারেড হবে বলে জানা যায়।
শিল্প শহরে চুরি ডাকাতি ছিনতাই প্রায় লেগেই রয়েছিল কিন্তু একের পর এক পুলিশ সনাক্ত করে পুজোর আগেই ডাকাতের দলকে গ্রেফতার করলো। পুলিশ প্রশাসনের দেরি হলেও তদন্ত এগিয়েছে । অনুমান করা হচ্ছে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে তবে তাদের জিজ্ঞাসাবাদ করে আগামী দিনে হয়তো জানতে পারা যাবে তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তবে এই পাঁচজন এখন ১৪ দিনের জেল হেফাজতে থাকবে এবং ১৮ অক্টোবর তাদের সনাক্তি করণ করা হবে। সম্ভবত প্রাক্তন কাউন্সিলর এর বাড়িতে ডাকাতির সময় যারা দেখেছিলেন তাদের সামনে ডাকাতদের নিয়ে আসা হবে বলে সূত্রে জানা যায়।
ডাকাতির ৪৫ দিন পর পাকড়াও হলো পাঁচ ডাকাত । ইব্রাহিম মোল্লা (ক্যানিং- দক্ষিণ ২৪ পরগনা), নাজির উদ্দিন শেখ (কুলতলি- দক্ষিণ ২৪ পরগনা), তুহিন জানা (শোভাবাজার- কলকাতা), সাবিজুদ্দিন মোল্লা (কুলতল- দক্ষিণ চব্বিশ পরগনা) এবং আব্দুল্লাহ শেখ (মেমারি- বর্ধমান) এই পাঁচ ডাকাতকে কলকাতা, নদীয়ার কৃষ্ণনগর এবং দক্ষিণ ২৪ পরগনা তিন জেলা থেকে পুলিশ পাকড়াও করেছে । ৩১ আগস্ট গভীর রাতে ডাকাত দলটি হলদিয়া পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায়ের বাড়িতে ডাকাতি করে । নগদ ২০ হাজার টাকা সহ ১৭ ভরি সোনার গহনা ডাকাতি করে চম্পট দেয়ায় তারা । জনবসতির মধ্যে এমন ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনার পর পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ । নিজেদের গাড়ি দূরে রেখে যে টোটোতে চেপে তারা ডাকাতির ঘটনাস্থলে পৌঁছেছিল সেই টোটোওয়ালার সন্ধান পাওয়া যায় । তাকে জেরা করে একের পর এক ঘটনার জট খোলা সম্ভব হয় । জোরদার তল্লাসি চালায় পূর্ব মেদিনীপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে । শেষমেশ দক্ষিণ ২৪ পরগনা কলকাতা এবং নদীয়ার কৃষ্ণনগরে রাজমিস্ত্রি,কেউবা হেল্পার, দোকানদার, ফেরিওয়ালা সেজে কাজে ছিল । তাদের কাজের বেশ কিছু গতিবিধি নজরে রেখে পুলিশ গ্রেফতার করে পাঁচজনকে । ঘটনায় আরো কয়েকজন এখনো পলাতক রয়েছে । বুধবার হলদিয়া মহকুমা আদালতে তাদের তোলা হয় । আদালতে নির্দেশে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে । এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন,"কয়েকজন ধরা পড়েছে ঠিকই । তবে এ বিষয়ে আর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না । তদন্ত চলছে ।" তবে কয়েকজন ডাকাত ধরা পড়ায় কিছুটা স্বস্তিতে জয়ন্তী রায় এবং তাঁর পরিবার । তিনি বলেন," ডাকাতির ঘটনায় সমস্ত ডাকাত ধরা পড়ুক শুধু না । ডাকাতি হওয়া জিনিসপত্র টাকা পয়সা সবই উদ্ধার করা হোক । সেই সঙ্গে ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ।" জানা গিয়েছে ডাকাত দলের সকলেই দাগি আসামি । কলকাতা,২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে । কতদিনে এই ঘটনার তদন্ত শেষ হয়, জিনিসপত্র কতটা উদ্ধার হয় এবং ডাকাতরা কি সাজা পায় সেদিকে তাকিয়ে হলদিয়ার মানুষ ।
No comments