ময়নায় বিজেপি নেতা খুনের তদন্তে NIA প্রতিনিধি দল
ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনের তদন্তে ময়নায় গিয়ে পৌঁচালো এন আই এর প্রতিনিধি দল। আজ সকাল থেকে ময়নার বিভিন্ন প্রান্তে তদন্ত চালিয়ে যাচ্ছে তারা। বেশ কয়েকজনের বাড়ি সিলও করেছে তদ…
ময়নায় বিজেপি নেতা খুনের তদন্তে NIA প্রতিনিধি দল
ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনের তদন্তে ময়নায় গিয়ে পৌঁচালো এন আই এর প্রতিনিধি দল। আজ সকাল থেকে ময়নার বিভিন্ন প্রান্তে তদন্ত চালিয়ে যাচ্ছে তারা। বেশ কয়েকজনের বাড়ি সিলও করেছে তদন্তকারী সংস্থা। গত ২৩ সালে মে মাসে খুন হন বিজেপির মন্ডল সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া। সেই ঘটনায় পরবর্তী সময় হাইকোর্ট এনআই এর হাতে তদন্তও ভার দেয়। সেই তদন্তে আজ ময়নায় এসে পৌঁছেছে এনআইএ।
No comments