Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলার শিক্ষক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভাওয়াইয়া সঙ্গীত থেকে বাংলা এবং নেপালি সংগীত, উর্দু কবিতা, সাঁওতালি হিন্দি গান, বাংলা কবিতা আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের ৩১ জন প্রতিশ্রুতিবান প্রতিভা রাজ্য স্তরে অংশগ্রহণ করবার ছাড়পত্র পেলেন ।ভিডিও…

 



ভাওয়াইয়া সঙ্গীত থেকে বাংলা এবং নেপালি সংগীত, উর্দু কবিতা, সাঁওতালি হিন্দি গান, বাংলা কবিতা আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের ৩১ জন প্রতিশ্রুতিবান প্রতিভা রাজ্য স্তরে অংশগ্রহণ করবার ছাড়পত্র পেলেন ।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/3ZQNqoQJTOw


 নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এ বি টি এ) হলদিয়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার ৮ ই সেপ্টেম্বর হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনে অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল , ব্লক, মহকুমা স্তরের প্রতিযোগিতার পর রবিবার ৮ ই সেপ্টেম্বর ছিল জেলা স্তরের প্রতিযোগিতা । তাতে তমলুক, এগরা, কাঁথি এবং হলদিয়া মহকুমার ১২৫ জন প্রতিযোগী বাংলা , হিন্দি, সাঁওতালি, উর্দু, নেপালি ভাষার বিভিন্ন সাংস্কৃতিক বিভাগে অংশগ্রহণ করেছেন । ভাওয়াইয়া সংগীতের মাদকতায় এবং শিল্প নৈপুণ্যে জেলায় প্রথম হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় ছাড়পত্র পেয়েছেন রামনগরের বোধড়া পন্থেশ্বরী হাইস্কুলের ছাত্রী সন্দিতা সাউ । নেপালি সংগীতে প্রথম হয়ে রাজ্য স্তরে যাওয়ার ছাড়পত্র পেলেন হলদিয়া হাই স্কুলের ছাত্রী অতসী বাগ । এমনিভাবে আবৃত্তি প্রতিযোগিতায় ইপ্সিতা দাস প্রবন্ধ প্রতিযোগিতায় সুস্মিতা গিরি পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পেয়েছেন । হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনের প্রধান শিক্ষক হরিদাস ঘটক জানান,"এ ধরনের বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন আমাদের স্কুলে হয়েছে । সেজন্য আমাদের ছাত্রছাত্রীরা ও বিশেষভাবে উৎসাহিত । আমরা এই প্রতিযোগিতা করবার সুযোগ দিতে পেরে খুশি ।" আয়োজক সংস্থার পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক রানা ভট্টাচার্য জানিয়েছেন,"১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনা ছিল ভারতীয় সংস্কৃতির একটি কালো দিন । সর্বধর্ম সমন্বয়, ধর্মনিরপেক্ষতার দেশ ভারতবর্ষ । সেখানে মানবিক মেলবন্ধন, সাংস্কৃতিক মেলবন্ধন ভারতীয় সংস্কৃতির বড় পরিচয় । সে কথা মাথায় রেখেই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির সংহতি রক্ষার উদ্দেশ্যে আমরা সারা রাজ্যে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন শুরু করি ১৯৯৩ সাল থেকে । রাজ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিযোগিতা এটি । প্রতিবছর ভীষণ সাড়া পাওয়া যায় গিয়েছে । গত বছর সাড়ে ১১ লাখ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন । এবারেও দারুণ সারা পড়েছে । পূর্ব মেদিনীপুর জেলার প্রতিশ্রুতি বান প্রতিভা গুলিকে আর ও উন্নত জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই প্রয়াস ।" সংগঠনের হলদিয়া মহকুমার সম্পাদক দেবাশিস ধর বলেন,"প্রথাগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিভার বিকাশে ছাত্র-ছাত্রীদের আর এক পরিচিতি তৈরি হয় । তারাও নতুন সাংস্কৃতিক ভাবনায় সমাজকে নতুন কিছু দিতে পারেন । এমন প্রতিযোগিতার মাধ্যমে সেই সুযোগ তৈরি হয় । এই প্রতিযোগিতা তার একটা বড় প্ল্যাটফর্ম বলা যায় । এখানে ছাত্র-ছাত্রীদের বিপুল উৎসাহ বিশেষভাবে নজর কাড়ে ।"




No comments