Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে পৌর এলাকায়!

ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে পৌর এলাকায়!শিল্পশহর হলদিয়া ২৯ ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে চলছে ডেঙ্গু বিজয় অভিযান। সপ্তাহে প্রত্যেক শুক্রবার হয় পর্যালোচনা সভা। পৌর এলাকায় ইতিমধ্যে প্রায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর খব…

 



 ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে পৌর এলাকায়!

শিল্পশহর হলদিয়া ২৯ ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে চলছে ডেঙ্গু বিজয় অভিযান। সপ্তাহে প্রত্যেক শুক্রবার হয় পর্যালোচনা সভা। পৌর এলাকায় ইতিমধ্যে প্রায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। তার মধ্যে সাতজন বিভিন্ন জায়গা যেমন বাংলাদেশ মুম্বাই সহ যারা বিদেশ থেকে ফিরে এসেছেন ডেঙ্গু আক্রান্ত হয়েই এছাড়া ১২ জন রয়েছেন হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তাদের জন্য ডেঙ্গু কর্মী আশা কর্মী এবং স্বাস্থ্য কর্মীরা সেই ডেঙ্গু আক্রান্ত এলাকায় কীটনাশক প্রয়োগ করছেন। হলদিয়া পৌরসভার উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যেই এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাবে সেই এলাকায় ক্যাম্প করে ওই এলাকার মানুষদের রক্ত নিয়ে পরীক্ষা করা তার বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন হলদিয়া পৌরসভা। 

হলদিয়া পৌরসভা এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী বলেন হলদিয়া পৌরসভা গত জুন মাস থেকে ডেঙ্গু বিজয় অভিযানে নেমেছে মানুষকে সচেতন করার জন্য মাইক প্রচার হ্যান্ডবিল এবং প্রতি নিয়ত আশা কর্মী ডেঙ্গু কর্মীরা এলাকায় গিয়ে সাফাই অভিযানে হাত লাগিয়েছেন । তারপরেও যাদের ডেঙ্গু হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন হলদিয়া পৌরসভা। গত মাসে হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি ডেঙ্গুতে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মশারি ফল ইত্যাদি তুলে দিয়েছিলেন। কিন্তু দিন যত যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা বা চিকিৎসা বা চাকরির জন্য গিয়েছিলেন যারা দেশে ফিরছেন তারাই মূলত ডেঙ্গু আক্রান্ত হয়ে ফিরছেন। পরিষেবা দেওয়ার জন্য হলদিয়া পৌর এলাকার ডেঙ্গু আশা কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারীরা তৎপর হয়েছন। রাজ্য নগর উন্নয়ন সংস্থা নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে ডেঙ্গু বিজয় অভিযান প্রচার চলছে।

ডেঙ্গু হলে কি করবেন নিজের ডাক্তারই না করে রোগীকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বিশেষ করে নাক, দাঁতের মাড়ি, কফ , বমি, পায়খানা বা প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ হওয়া। মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত অসময়ে ঋতুস্রাব হওয়া। শরীরে যদি কালশিটে দাগ পড়ে বুঝতে হবে ত্বকের ভিতরে রক্তপাত হচ্ছে। অত্যন্ত দুর্বলতা, অস্থিরতা, খিঁচুনি ও সঙ্গে মাথাঘোরা। হঠাৎ আচরণগত পরিবর্তন। ঝিমিয়ে পড়া বা আচ্ছন্নভাবে থাকা। শ্বাস নিতে অসুবিধা হলে, হাফ ধরলে বা দম আটকে আসা। ছ ঘন্টা বা তার বেশি সময়ে ব্যবধানে প্রস্তাব না হওয়া বা হলেও সাধারণ পরিবারের থেকে অনেক কম হওয়া।  প্রচন্ড পেটে ব্যথা বার বার বমি তিনবার অথবা তার বেশি ও পাতলা পায়খানা হলে।  এর সঙ্গে যদি রোগী একেবারে খেতে না পারে বা খিদে না থাকে। ডায়াবেটিস কিডনি রোগ, হার্টের অসুখ বা অন্যান্য দুরারোগ্য রোগ থাকলে তারা চিকিৎসকে এদের পরামর্শ বা নজরদারিতে থাকবেন। শিশু ও বৃদ্ধদের উপসর্গ দেখা দিলেই ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যাবেন। রোগী গৃহ চিকিৎসা থাকলেও ডাক্তারের পরামর্শ নিয়ে  রক্তের পিসিভি এবং প্লেটলেট পরীক্ষা করাতে হবে।ডেঙ্গু রোগীকে কি কি খাওয়াবেন প্রচুর পরিমাণে জল, ও আর এস, টাটকা ফলের রস, বাড়িতে বানানো তরল জাতীয় খাবার বাড়িতে বানানো স্যুপ। কি কি খাওয়াবন না- প্যাকেটজাত খাওয়ার। প্যাকেট জাত পানীয়, রেস্টুরেন্ট বা হোটেলের খাবার, প্রক্রিয়া জাত খাবার যা বাড়িতে এনে ভেজে বা রান্না করে খেতে হয়। বাড়িতে এনে ভেজে বা রান্না করে খেতে হয়। নিজে সতর্ক থাকুন, অপরকে সতর্ক করুন, হলদিয়া পৌরসভা ডেঙ্গু মুক্ত করুন।

No comments