হলদিয়া জন শিক্ষণ সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালনে- স্পর্শিতা পন্ডা শেঠ
জন শিক্ষন সংস্থান - হলদিয়ার উদ্যোগে আজ উৎসব ভবনে বিপুল আনন্দ ও উৎসাহের সঙ্গে শিক্ষক দিবস পালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই কেয়ার ও হ…
হলদিয়া জন শিক্ষণ সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালনে- স্পর্শিতা পন্ডা শেঠ
জন শিক্ষন সংস্থান - হলদিয়ার উদ্যোগে আজ উৎসব ভবনে বিপুল আনন্দ ও উৎসাহের সঙ্গে শিক্ষক দিবস পালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই কেয়ার ও হলদিয়া সার্ভিস সোসাইটির অন্যতম ব্যাক্তিত্ব ডঃ স্পর্শিতা পন্ডা শেঠ, হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দ এবং সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায় মহাশয়।
প্রথমে সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। অধিকর্তা বলেন আমাদের মনে রাখা উচিত প্রথাগত শিক্ষর বাইরে যারা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করেন তারাও সমাজে আদর্শ শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/ezzqY-MAcsc
জন শিক্ষন সংস্থানের কার্যক্রম সারা জেলাব্যাপী। এই প্রশিক্ষণ সংস্থার শিক্ষক ও শিক্ষিকাগন চলমান বিদ্যালয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিকভাবে ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও স্বল্প শিক্ষিত বেকার ছেলেদের প্রশিক্ষণ দিয়ে তাদের কে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করেন। এ ক্ষেত্রে তাদের কে অনেক প্রতিকুলতার মধ্যে পড়তে হয়। তাস্বততেও আত্মত্যাগের মানসিকতা নিয়ে ও একপ্রকার সামাজিক কাজ হিসেবে করে থাকেন। পিছিয়ে পড়া অনেক মহিলাদের প্রাথমিকভাবে তাদের বাড়ীর লোক এই বিদ্যালয়ে পাঠাতে রাজি হননি। শিক্ষিকারাই আবার বুঝিয়ে তাদের কে বিদ্যালয়মুখী করেন। পরবর্তী কালে দেখা যায় বিবাহবিচ্ছিন্না এবং সে টেলারিং এর ট্রেনিং নিয়ে, দোকান করে মাসে ৫০০০টাকা আয় করছেন। তাকে দেখে তার প্রতিবেশীরাও উৎসাহিত হয়েছেন। ফলে ঐ সংশ্লিষ্ট এলাকার সামাজিক পরিবর্তন ঘটেছে। এখানে একজন শিক্ষয়িত্রী ই আমাদের আর্থসামাজিক বিকাশে বড় ভূমিকা নেন। আজ এই অনুষ্ঠানে আগত ঐ ধরনের ভূমিকা পালনকারী ২৫ জন শিক্ষাদাতাকে জন শিক্ষন সংস্থান হলদিয়ার পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে। অধিকর্তা আর ও বলেন যে এই দিবসে আমাদের ব্রত আমাদের সংস্থা আরও এইধরনের শিক্ষক ও শিক্ষিকাদের সন্ধান করে ও তাদের দ্বারা ভালো ট্রেনিং দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পিছিয়ে পড়া মানুষজনের অর্থনৈতিক কাঠামো উন্নয়নে সাহায্য করবো। উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম ব্যক্তিত্ব ডক্টর স্পর্শিতা পন্ডা শেঠ তিনি বলেন বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। মূলত প্রত্যেককের বাবা-মাকে তার ছেলে অথবা মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের ভালো মন্দ টা বোঝাতে হবে বর্তমান সমাজে যেসব ছেলে এবং মেয়েদের অবক্ষয় ঘটছে তা ঠিক করতে পারে একমাত্র তার বাবা এবং মা।
আরজিকর ঘটনা কাণ্ডে তিনি বলেন সুপ্রিম কোর্টের রায়ের প্রতি আমাদের আস্থা রয়েছে তবে কেন দিন পিছানো হচ্ছে সেটা আমরা বুঝিনা। যত শীঘ্র সম্ভব রায় ঘোষণা হোক। তিনি আরোও বলেন আইনের পরিবর্তন আনা দরকার । অনেকেই বলছেন সরকার পরিবর্তন হোক কিন্তু যে সরকার আগামী দিনে আসবে সে কি সকলকে সুরক্ষা দিতে পারবে? কিন্তু আইনের পরিবর্তন থাকলে যেই আসুক না কেন তার শাস্তি যদি পায় তাহলে এই ধরনের ঘটনা ভয়ে ঘটাবে না।
No comments