জাতীয় সড়কে প*থ দু*র্ঘটনায় বা*ইক আরোহীর মৃ*ত্যুপূর্ব মেদনীপুর জেলার হলদিয়া প্রবেশদ্বার সিটি সেন্টার মোড়ে এক বাইক আরোহী হলদিয়ার একটি কারখানায় মর্নিং শিফটে কাজ সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। স্পটেই মারা যায় বলে সূত্রে জ…
জাতীয় সড়কে প*থ দু*র্ঘটনায় বা*ইক আরোহীর মৃ*ত্যু
পূর্ব মেদনীপুর জেলার হলদিয়া প্রবেশদ্বার সিটি সেন্টার মোড়ে এক বাইক আরোহী হলদিয়ার একটি কারখানায় মর্নিং শিফটে কাজ সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। স্পটেই মারা যায় বলে সূত্রে জানা যায়, ঘনেশ্যাম সাহু ৪৫ বাবার নাম শ্রী মন্ত সাহু মহিষাদল ব্লকের অন্তর্গত গ্রাম দেউলপোতা, থানা মহিষাদল। ঘটনাস্থলে পৌঁছেছেন ভবানীপুর থানার পুলিশ। সিটি সেন্টার থেকে মৃত বাইক আরোহী দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাচক হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রে জানা যায়।
No comments