Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘায় জন শিক্ষন সংস্থানের অধিকর্তাদের নিয়ে একটি রাজ্যস্তরের একটি কর্মশালা

দীঘায় জন শিক্ষন সংস্থানের অধিকর্তাদের নিয়ে একটি রাজ্যস্তরের একটি কর্মশালাসেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখ দীঘায় জন শিক্ষন সংস্থানের অধিকর্তাদের নিয়ে একটি রাজ্যস্তরের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মাননীয় শ্রী প…

 



দীঘায় জন শিক্ষন সংস্থানের অধিকর্তাদের নিয়ে একটি রাজ্যস্তরের একটি কর্মশালা

সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখ দীঘায় জন শিক্ষন সংস্থানের অধিকর্তাদের নিয়ে একটি রাজ্যস্তরের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মাননীয় শ্রী প্রকাশ বাগ( D. I. C.- Marketing, Purba Medinipur) । উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়া জেলার জন শিক্ষন সংস্থানের চেয়ারম্যানগণ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত বিভিন্ন জন শিক্ষন সংস্থান থেকে যারা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন  তাদের কাছে সরকারী বিভিন্ন সুযোগ সুবিধাসমূহ পৌঁছে দেওয়া ও তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। আরো নতুন নতুন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা। এই কর্মশালায় বিভিন্ন জেলা থেকে আগত অধিকর্তাগন প্রশিক্ষণ সংক্রান্ত পদ্ধতির একটি রূপরেখা তৈরি করেন যার মাধ্যমে প্রশিক্ষণগুলো আরো বেশি বেশি করে সমাজের সাধারণ মানুষের কাছে সফলতার সঙ্গে প্রদান করা যায়। রাজ্যের জন শিক্ষন সংস্থানের পক্ষে এই কর্মশালাটি সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব পালন করেন জন শিক্ষন সংস্থান হলদিয়ার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায় ও হাওড়া জন শিক্ষন সংস্থানের অধিকর্তা শ্রী নরোত্তম রায়। উপস্থিত ছিলেন পুরুলিয়া, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনাসহ অন্যান্য অধিকর্তা গন। উত্তর ২৪ পরগনা থেকে আগত মাননীয় শ্রী রমেশ সরকার কর্মশালায় তার ১ ঘন্টার বক্তব্যে কর্মশালাটি কে প্রানবন্ত ও ফলপ্রসূ করতে সাহায্য করেন।


No comments