বিদ্যাসাগরের প্রতি - কলমে বিশ্বনাথ মান্না
তোমার কথা কানপেতে যত শুনি মেলাই একাল আর সেকাল,তালগোল পাকিয়ে গেছে সব তোমার বাঙলা বেহাল।তোমার গোপাল ভালো নেই আররাখালের পাল্লা ভারি,ভুবনের দল করে ঝলমল খাপখোলা তরবারি।বর্ণপরিচয় হারিয়ে গেছে …
বিদ্যাসাগরের প্রতি - কলমে বিশ্বনাথ মান্না
তোমার কথা কানপেতে যত শুনি
মেলাই একাল আর সেকাল,
তালগোল পাকিয়ে গেছে সব
তোমার বাঙলা বেহাল।
তোমার গোপাল ভালো নেই আর
রাখালের পাল্লা ভারি,
ভুবনের দল করে ঝলমল
খাপখোলা তরবারি।
বর্ণপরিচয় হারিয়ে গেছে কবে
কতো স্মৃতি আছে জমা,
তোমার নারীরা রাত জাগে আজ
বিচার চায় তিলোত্তমা।
No comments