মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে
বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটির গতিপ্রকৃতি অনিশ্চিত হলেও আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে। আজ, মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গ…
মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে
বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটির গতিপ্রকৃতি অনিশ্চিত হলেও আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে। আজ, মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই জেলাগুলির মধ্যে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ আছে। বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপ অক্ষরেখার অবস্থানজনিত কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে সোমবার থেকে পশ্চিম রাজস্থান থেকে দেশে বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বর্ষার বিদায় শুরু হতে কয়েকদিন দেরি হয়েছে।
গত কয়েকদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা অস্বস্তিকর গরমে মানুষ জেরবার হয়ে পড়েছেন। আশ্বিন মাস পড়ে গেলেও এরকম আবহাওয়া কেন তা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছেন, বর্ষা মরশুমের শেষদিকে এরকম হয়ে থাকে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম পড়ে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় চড়া রোদ ওঠায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের থেকে বেশি। রাতে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকে। তাই রাতেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হচ্ছে।
No comments