রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে অবিলম্বে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবি তুললেন তেঁতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে
পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা - তেঁতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা …
রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে অবিলম্বে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবি তুললেন তেঁতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে
পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা - তেঁতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে যথেষ্ট শিক্ষক-শিক্ষিকা না থাকলেও পড়াশোনার উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো রয়েছে বলে দাবি স্থানীয় এলাকার অভিভাবকদের। তাই রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে অবিলম্বে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবি তুললেন স্থানীয় এলাকার বাসিন্দারা। এদিন স্কুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি তুললেন স্কুলের অভিভাবকদের একাংশ। পাশাপাশি ছাত্রছাত্রীরাও একই দাবিতে সহমত পোষণ করে। এই স্কুলে মোট ৯৫ জন ছাত্রছাত্রী পঠনপাঠন করে। বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। প্রসঙ্গত, জেলায় বহু মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রায় বন্ধের মুখে। কিন্তু এই স্কুল এখনও যথেষ্ট ছাত্রছাত্রী পঠনপাঠন করে। এগরা ২ ব্লক প্রশাসনও যথেষ্ট ভাবে এই স্কুলকে সাহায্য ও সহযোগিতা করে। আগামীদিনে যাতে এই স্কুলে স্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় - তারই দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অমল নায়ক, স্কুলের শিক্ষক তাপস খাঁড়া, লক্ষীকান্ত পাইক, পঞ্চানন বর, অসিত ধাড়া। অসীম মাইতি, শেখ আয়সান, শেখ মঈনুদ্দিন, খোকন গিরি, মীর সিরাজুল আলি, মাণিক ক্যামিলা প্রমুখ।
No comments